Calcutta time : পুরুষদের বিয়ে করার সঠিক বয়স কী জানেন? এই প্রশ্ন অনেকের মাথাতেই ঘোরে।  অনেকেই মনে করেন যে, ছেলেদের একটু দেরি করে বিয়ে করলে ভালো। তা হলে চাকরি পেয়ে খানিকটা গুছিয়ে নিতে পারবে।

মনে করা হয় পুরুষের বয়স বেশি হলেও সমস্যা নেই। বরং নিজের থেকে কিছুটা কম বয়সের মেয়েকে বিয়ে করলেও সুখী হবে বেশি। এমন নানা ধরনের ধারণা সমাজে প্রচলিত রয়েছে।

ছেলে কী মেয়ে উভয়ের ক্ষেত্রেই এই বয়স হয় ভিন্ন। যেমন কেউ চাকরি পেয়ে প্রতিষ্ঠিত হওয়ার পরেই বিয়ের সিদ্ধান্ত নিতে চান। কেউ আবার বিয়ের বয়স মানেই ৩০ এর নিচে রাখতে ভালোবাসেন। তাদের কাছে ৩০ পেরোলে বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত।

আবার কেউ কেউ সারাজীবন বিয়ে নাও করতে পারেন। কিন্তু আদতে বিয়ের সঠিক বয়স কী হওয়া উচিত? সঠিক বয়সে বিয়ে নিয়ে ঠিক কী কী পরিস্থিতির মুখোমুখি হতে হয় প্রত্যেক নারী পুরুষকে। এই সব নিয়ে খতিয়ে দেখতেই এবার আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় একটি সমীক্ষা করল।

বিবাহ জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কারণ, একজন মানুষের সঙ্গে সারাজীবন থাকার সিদ্ধান্ত নিয়ে থাকি আমরা। সেক্ষেত্রে সেই মানুষটি আমার জন্য সঠিক কিনা, তা বুঝে সিদ্ধান্ত নিতে সময় লেগে যায়। একটা বয়সের পর অভিভাবকরা বিয়ের জন্য চাপ দিতে থাকে।

হাভার্ড বিশ্ববিদ্যালয়ের বিয়ে নিয়ে এই সমীক্ষার মূল বিষয়বস্তু ছিল সম্পর্কের ধরন। কতটা সুখী হবে দাম্পত্যজীবন। কিন্তু দাম্পত্য সুখের আড়ালেই রয়েছে আর একটি বিষয়। তা হল, জীবন ও জীবনধারা। বিজ্ঞান বলছে, যে নিজের জীবন নিয়ে যতটা সন্তুষ্ট হবে, ততটাই বাড়বে আয়ু।

সমীক্ষা চালাতে গিয়ে দেখা গেছে, মেয়েদের মতো ছেলেদেরও কম বয়সে বিয়ে করলেই সুখে থাকার আশা বেশি। তার কারণ জানিয়েছেন গবেষকরা। তাঁদের বক্তব্য, বয়স যত কম থাকবে, মনের মতো সঙ্গী পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। পুরুষদের ক্ষেত্রে ২৫-এর মধ্যে বিয়ে হলে সবচেয়ে ভালো।

আর মনের মতো সঙ্গী পেলে মানসিক চাপ কম হবে। জীবন আরো ছন্দময় হবে। নিশ্চিত ও সুখময় জীবন হলে সেক্ষেত্রে বিয়ে বেশি দিন টিকবে। আর সংসার সুখের হলে আয়ুও বেশি হওয়ার সম্ভাবনা থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here