Calcutta time : শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিং-কে নিয়ে বচসা। তাদের বিয়ে ও সংসার নিয়ে ইতিমধ্যে শোরগোল বেঁধেছে। মঙ্গলবার রাত থেকেই একে অপরের বিরুদ্ধে তিক্ততা উগরে দিয়ে ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন।
সম্প্রতি, ‘রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস’ ধারায় আদালতে মামলা দায়ের করেছেন রোশন সিং। আদালতকে তিনি জানিয়েছেন, পুরনো তিক্ততা ভুলে তিনি আবারও শ্রাবন্তীর সঙ্গে থাকতে চান। আর এরপরেই ইনস্টা স্টোরিতে শ্রাবন্তী লেখেন, ”কিছু মানুষ তোমার উপর নজর রাখে, তুমি হারছ কিনা সেটা দেখার জন্য, কিন্তু না, আমি জিতেছি।”
শ্রাবন্তীর ইনস্টাগ্রাম স্টেটাসের উত্তর দিতে ছাড়েননি রোশন সিংও। তিনিও দুটো ইনস্টা স্টোরি শেয়ার করেন। লেখেন, ‘তোমাকে জেতার সুযোগ করে দিয়েছিলাম, তাও তুমি হেরে গেলে।’ দ্বিতীয় ইনস্টা স্টোরিতে রোশন প্রকৃত সম্পর্কের উদাহরণ দিয়ে লেখেন, ‘মেসেজের প্রতিটা বানানই ভুল। কিন্তু তাও পড়া যাচ্ছে। প্রকৃত ভালোবাসায় ভুলগুলি এড়িয়ে মানুষকে বোঝাটাই আসল।’
রোশন তাঁর দুই ইনস্টাগ্রাম স্টোরিতে স্পষ্ট করেছেন তিনি তিক্ততা ভুলে শ্রাবন্তীর সঙ্গেই থাকতে চান।
কিন্তু শ্রাবন্তী কি সত্যিই রোশনের সঙ্গে ফের সংসার পাততে আগ্রহী? জানা যাচ্ছে, অভিনেত্রীর আর এতে বিন্দুমাত্র আগ্রহ নেই।