তৃতীয় গাঁটছড়া বেঁধেছিলেন গত বছর ১৯ এপ্রিল । পাত্র রোশন সিং । আগের দু’টি বিয়ে টেকেনি মিষ্টি হাসির টলিনায়িকা শ্রাবন্তীর । ছেলে ঝিনুক বা অভিমন্যুকে সেই হিসেবে একাই বড় করেছেন তিনি ।
তবে এখন নতুন সংসার হয়েছে শ্রাবন্তী আর রোশনের । শহরের অন্যতম অভিজাত কমপ্লেক্স আরবানায় থাকেন তাঁরা । সেই সংসারেই এখন এসেছে দুই নতুন সদস্য । শ্রাবন্তীর দুই নতুন সন্তান । শ্রাবন্তী আর রোশন দু’জনেই পোষ্য খুবই ভালবাসেন । তাঁদের বাড়িও তাই নানা প্রজাতির, নানা ধরনের পোষ্যে ভর্তি । লকডাউনে পোষ্যদের সঙ্গেই সময় কাটাচ্ছেন যুগলে । এরা সকলেই শ্রাবন্তীর কাছে সন্তানসম । পোষ্যদের নিজের ‘বেবি’ বলেই মনে করেন নায়িকা । সোশ্যাল মিডিয়াতেও লিখলেন ‘মাই বেবিস’ । সঙ্গে মিষ্টি দুই পোষ্যের ছবিও শেয়ার করলেন ।