পল্লবী ভাওয়াল : ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, মেডিক্যাল অফিসারসহ একাধিক পদে নিয়োগ করা হবে।অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in এখানে শূন্যপদ রয়েছে মোট ১০৯টি, আগামী ২৪রা এপ্রিল ২০২৪ পর্যন্ত আবেদন জানানো যাবে অনলাইনে

শূন্যপদ – সায়েন্টিস্ট-বি : ৩

স্পেশ্যালিস্ট গ্রেড থ্রি অ্যাসিসট্যান্ট প্রফেসর : ৪২

ইনভেস্টিগেটর গ্রেড-ওয়ান : ২

অ্যাসিসট্যান্ট কেমিস্ট : ৩

নটিকাল সার্ভেয়র – cum ডেপুটি ডিরেক্টর জেনারেল : ৬

অ্যাসিসট্যান্ট প্রফেসর : ১৩

মেডিক্যাল অফিসার : ৪০

নিয়োগ পদ্ধতি – মহিলা, তফশিলি জাতি, তফশিলি উপজাতি শারীরিক নিরিখে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। অন্যান্য আবেদনকারীদের ২৫ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here