নিজস্ব সংবাদদাতা : কোথাও বেডের অভাব, আবার কোথাও অক্সিজেনের অভাব। এই নিয়ে ইতিমধ্যে ফেসবুক লাইভে দুঃখ প্রকাশ করেছেন কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র। তাই এবার মানুষের পাশে দাঁড়াতে তিনিও এগিয়ে আসলেন। এবার কামারহাটিতে তৈরি করা হলো সেফ হোম।
মদন মিত্র জানিয়েছেন, “করোনা চিকিৎসার জন্য সেফ হোম তৈরি করে অনেকের জন্যই উপকার হবে। মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি কৃতজ্ঞ।” এছাড়াও পাশাপাশি এলাকার বিধায়ক মদন মিত্রের উদ্যোগে বেলঘড়িয়া একটি ক্লাবে তৈরি করা হলো অক্সিজেন পার্লার সেন্টার। একই সঙ্গে ১০০ বেডের সেফহোমের ব্যবস্থাও করা হয়েছে। ঘরে রোগীদের চিকিৎসায় থাকছে অত্যাধুনিক মেশিন। যেমন, অক্সিমিটার থেকে শুরু করে নেবুলাইজারও রাখা হচ্ছে।
শীততাপ নিয়ন্ত্রিত সেফ হোমে থাকছে বিনোদনের সুবিধা। গান টিভি দেখা সবকিছু ব্যবস্থাপনা করা হয়েছে। এমনকি যিনি এখানে থাকবেন তার শারীরিক অবস্থা কেমন আছে সেই বিষয়ে পরিবারকে এ টু জেট জানানো হবে। রোগীকে দেখার জন্য থাকছে সিসিটিভি ক্যামেরা।