Calcutta time : শাহরুখ খানের প্রচার বলে কথা, হাজারও ভক্তের সমাবেশ যে সেখানে ঘটবে তা নিয়ে অবাক হওয়ার কিছু না থাকলেও, যখন সাধারণের মধ্যে হঠাৎ আবির্ভাব ঘটে, মানুষের আবেগ ধরে রাখা দায়। ঠিক এমনই এক পরিস্থিতি ঘটেছিল ৫ বছর আগে। শাহরুখ খান ছবির প্রচারে কাউকে কিছু না জানিয়ে হঠাৎই সাধারণের মাঝে এসে উপস্থিত হয়েছিলেন, আর তাতেই ঘটে যায় বিপত্তি। মৃত্যু ঘটে এক ভক্তের। উত্তেজনার বশে সেদিন সাধারণকে ধরে রাখা ছিল দায়। তবে সেই ভয়াবহ পরিস্থিতিতে ভক্তের মৃত্যুর জেরে তোলপাড় হয়েছিল মিডিয়া।

গুজরাতের ভাদোদারার নিম্ন আদালতে শাহরুখ খানের নামে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলারই রায় শোনালো এবার হাইকোর্ট। স্বস্তিতে ফিরলেন শাহরুখ খান। এই মামলা এবার হাইকোর্টের তরফ থেকে খারিজ করে দেওয়া হল। রইস ছবির প্রচারে শাহরুখ খান ভাদোদারা স্টেশনে হঠাৎ-ই উপস্থিত হয়েছিলেন। ২০১৭ সাল, প্রচারের জন্য সাধারণের মাঝে মিশে যেতে চেয়েছিলেন। তবে তারই মাঝে ঘটে অঘটন। পরিকল্পনা ছিল টানা ১৭ ঘণ্টা ট্রেনে চেপে মুম্বই থেকে তিনি দিল্লি পৌঁছবেন, এবং সফর মাঝে ছবির প্রচার করবেন

বিভিন্ন স্টেশনে নেমে পড়তেও দেখা যায় তাঁকে। তবে ভাদোদারা স্টেশনে তিনি পৌঁছতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এতটাই জমায়েত হয়েছিল সেখানে যে পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হন। সেই ঘটনার জেরেই স্থানেই ফরিদ খান নামক এক ব্যক্তি প্ল্যাটফর্মে পড়ে পদপৃষ্ট হয়ে যান। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই রে রে করে ওঠে নিন্দুকেরা। পরিবারের তরফ থেকে শাহরুখ খানের নামে, একাধিক অভিযোগ দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির ১৪৭ , ১৪৯ , ৪২৭ , ১২০ ধারা যুক্ত করা হয় শাহরুখ খানের কেসের সঙ্গে। তবে বর্তমানে সেই অভিযোগ থেকে নিস্তার পেলেন শাহরুখ খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here