Calcutta time : মাধ্যমিক পরীক্ষার খাতায় অশ্লীল শব্দ ব্যবহার করা। সেই কারণে ওই পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলো রাজ্য। পরীক্ষার খাতায় অশ্লীল শব্দ লেখার অপরাধে ৩ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। ওই তিন পরীক্ষার্থীর স্কুল কর্তৃপক্ষকে তলব করেছে পর্ষদ। সতর্ক করা হয়েছে স্কুলগুলিকে।

পর্ষদ সূত্রের খবর, ওই পরীক্ষার্থীদের অভিভাবকদের তলব করে তারা উত্তরপত্রে কী লিখেছেন, তাও দেখানো হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় হতবাক পর্ষদও। ৩ জন পরীক্ষার্থীর খাতা বাতিল করার পাশাপাশি আরও কয়েকজন পরীক্ষার্থীকেও সতর্ক করা হয়েছে উত্তরপত্রে অশ্লীল শব্দ লেখা নিয়ে।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্র থেকে জানা যায়, শুধুমাত্র গালিগালাজ লিখে পাতার পর পাতা ভরিয়েছে বেশ কয়েক জন পরীক্ষার্থী। বিষয়টি নজরে আসার পরে মধ্যশিক্ষা পর্ষদের তরফে সংশ্লিষ্ট পড়ুয়াদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছিল। এরপর ওই সমস্ত পরীক্ষার্থীদের খাতা তাদের অভিভাবকদের দেখানো হয়। তা দেখে স্তম্ভিত হয়ে যান অভিভাবকরাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here