26 অগ্রায়ন এবং ইংরেজি 12 ই ডিসেম্বর শনিবার এর রাশিফল| জ্যোতিষ শাস্ত্রী শ্রী আনন্দ মহারাজের টোটকা
মেষ রাশি : এই রাশির জাতক বা জাতিকা পারিবারিক কোন শুভ কাজে যুক্ত হবে অর্থাৎ আজকের দিনে পারিবারিক লাভ করবে|
বৃষ রাশি : এই রাশির জাতক বা জাতিকা রাজনৈতিক ক্ষেত্রে সুনাম অর্জন করবে|
মিথুন রাশি : এই রাশির জাতক বা জাতিকা কর্ম ব্যস্ততার মাধ্যমে আজকের দিন কাটবে|
কর্কট রাশি : এই রাশির জাতক-জাতিকাদের উচ্চ রক্তচাপ বৃদ্ধি হবে অর্থাৎ খাবারদাবার সাবধানে খাবেন|
সিংহ রাশি : এই রাশির জাতক বা জাতিকা বিদ্যা বা লেখাপড়ার দিকে একটু মনোযোগ বেশি বাড়বে|
কন্যা রাশি: এই রাশির জাতক বা জাতিকা সব ক্ষেত্রে বেশি পরিমাণে অর্থ নষ্ট করবে অতএব অর্থ যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে|
তুলা রাশি : এই রাশির জাতক বা জাতিকা বিশেষ করে জাতকরা রমণীদের প্রতি আকৃষ্ট হবেন এবং প্রণয় হতে পারে|
বৃশ্চিক রাশি : এই রাশির জাতক-জাতিকারা সবদিক থেকে সব সম্মান লাভ করবে অর্থাৎ যেসব কাজে সম্মান আছে সেগুলো পাবে|
ধনু রাশি=এই রাশির জাতক-জাতিকারা যারা কৃষিকাজে সঙ্গে যুক্ত তাদের পক্ষে এই দিনটি খুব শুভ এবং অন্যরাও লাভ করবে|
মকর রাশি=এই রাশির জাতক বা জাতিকা উচ্চশিক্ষায় সুযোগ লাভ করবে অর্থাৎ কোন উচ্চশিক্ষায় সুযোগ পেতে পারে|
কুম্ভ রাশি: এই রাশির জাতক বা জাতিকা কোন কাজে আশার সঞ্চার লাভ করবে অর্থাৎ কোন কাজ হবে এটি শুনতে পাবে বা সাফল্য পাবে|
মিন রাশি : জাতকরা কোন কাজে যখন বেরোবে তখন রাস্তায় বা পথে বাধা আসতে পারে অর্থাৎ শুভ কাজে বাধা আসবে খুব সাবধান|ত্রয়োদশী থাকবে রাত্রি দুটো পর্যন্ত |সূর্যোদয় ছটা 13 দিবা এবং সূর্যাস্ত চারটে পঞ্চাশ|নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই মায়ের কাছে আমার কাম্য|