ক্যালকাটা টাইম নিউজ  : 30 শে জানুয়ারি শনিবার রাশিফল জানুন              মেষ রাশি :  আজকে দিনের জাতক-জাতিকাদের পক্ষে খুব একটা ভালো হবে না আজকের দিনে শিক্ষায় বাধা আসতে পারে ।আজকের দিনে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন। আজকে শুভ রং সবু শুভসংখ্যাসা।

বৃষ রাশি : আজকের দিনে এই রাশির জাতক-জাতিকাদের চোখের সমস্যা হতে পারে আজকের দিনে সাবধানতা অবলম্বন করুন। নিজের শরীরের যত্ন রাখুন আজকের দিনের শত্রু আপনার কোন ক্ষতি করতে পারবেনা আজকে শুভ রং সাদা।

মিথুন রাশি : আজকের দিনে মিথুন রাশির জাতক-জাতিকাদের প্রতিবেশীর দ্বারা আপনারা উপকার পেতে পারেন। আজকের দিনে কথায় সংযত রাখুন ঝামেলা সৃষ্টি হতে পারে। আজকের শুভ রং আপনার জন্য হলুদ।

কর্কট রাশি : আজকের দিনে আধ্যাত্বিক কোন জায়গায় গিয়ে আপনার মন ভালো হবে, আপনি আনন্দ পাবেন। আজকের দিনে পরিবারের মাতা-পিতার শারীরিক সমস্যা নিয়ে চিন্তা করতে পারে। আপনার জন্য আজকের দিনের শুভ রং গোলাপি।

সিংহ রাশি : আজকের দিনে আপনার সাথে আপনার বন্ধুর বিবাদ হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং সবুজ। এবং আজকের দিনের শুভ সংখ্যা 93।

কন্যা রাশি : রাশির জাতক-জাতিকাদের আজকের দিনে আর্থিক উন্নতি হবে। আজকের দিনে একটু সাবধানে চলাফেরা করুন,ঝামেলা থেকে বেঁচে চলুন। আজকের জন্য আপনার শুভ রং গেরুয়া।

তুলা রাশি : আজকের দিনে কোন উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে সাহায্য পেতে পারেন আপনার সুনাম বৃদ্ধি হবে। আজকের দিন আপনার জন্য শুভ রং সাদা। সাদা রঙের জামা কাপড় পরিধান করুন ভালোভাবে

বৃশ্চিক রাশি : আজকের দিনে শরীরে অসুখ সৃষ্টি হতে পারে। বাদ বিবাদের সম্ভাবনা রয়েছে। আজকের দিনে শুভ রং আপনার জন্য কমলা বা গেরুয়া।

ধনু রাশি : সমাজসেবামূলক কাজে আপনার সুনাম বৃদ্ধি হবে।আজকের দিনে আর্থিক ক্ষতি হতে পারে ঝামেলা এড়িয়ে চলুন আপনার জন্য সবুজ রং আজকের দিনে খুবই শুভ। সবুজ জামা কাপড় না থাকলে একটু সবুজ সুতো হাতে বেঁচে রাখুন।

মকর রাশি : আজকের দিনে মাথা ঠান্ডা রেখে চলুন নতুন কোন কাজের সুযোগ পেতে পারেন। আজকের দিনে শনিদেবের পূজা করুন আপনার জন্য আজকের দিনের শুভ রং হল নীল।

কুম্ভ রাশি : এই রাশির জাতক-জাতিকাদের আজকের দিনে কর্মদক্ষতার ফলে সুনাম আসবে। দিনে কাজের অগ্রগতির যোগ রয়েছে ।শুভসংখ্যা ৮১ মেরুন রং আজকে খুবই শুভ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here