তালে কি বাড়তে চলেছে ? লকডাউন রাজ্যের মুখ্যমন্ত্রী দের সাথে বৈঠক করার পর তো তেমনই ভাবছেন মাননীয় নরেন্দ্র মোদি, রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রীদের জোর বাড়ানো দিকেই

দেশজুড়ে করোনাভাইরাস এর যে ভয়াবহ পরিস্থিতি বিবেচনা করে তৃতীয় দফায় লকডাউন এর মেয়াদ বাড়ার সম্ভাবনা প্রবল বাড়ানো নিয়ে জল্পনা তুঙ্গে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী দের সাথে সোমবার অনলাইনে বৈঠক করেন মাননীয় নরেন্দ্র মোদি। সামনের সপ্তাহে 17 ই মে, দ্বিতীয় দফার লোকজনের মেয়াদ শেষ হচ্ছে তার আগে করোনা নিয়ে কি পরিস্থিতি আছে দেশে, তা ঠিক করতেই মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসেন তিনি সকলের মতামত জানতে চান মুখ্যমন্ত্রীদের বড় অংশই কিন্তু লকডাউন বাড়িয়ে দেওয়ার দিকে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।রাজ্যগুলির কাছ থেকে সাজেশন লিখিত আকারে চেয়েছেন এবং সে এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দের কাছ থেকে লিখিত আকারে পরামর্শ চান।

লকডাউন এরমধ্যেই 12 ইমে অর্থাৎ আজকে থেকেই স্পেশাল ট্রেন চালু হয়ে যাচ্ছে ।এই অবস্থায় লকডাউন বাড়বে কিনা তা নিয়ে জোর চর্চা চলছে সর্বত্রই ।তার মধ্যে কেন্দ্রীয় একটি সূত্রের তৃতীয় দফার লকডাউন বাড়তে পারে বলে সম্ভাবনা। তৃতীয় দফায় দেশ জুড়ে সন্ধ্যে সাতটা থেকে সকাল 7 টা পর্যন্ত আগের মতোই বলবৎ থাকবে 

 

Follow us on YouTube(Calcutta Time) like share and subscribe channel. Followers on Instagram ,Facebook, Twitter.                 Stay home stay safe.      For advertisement contact 6290797655

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here