Calcutta time : এবার থেকে রেশন দোকানেই মিলবে ছোট এলপিজি সিলিন্ডার, এছাড়াও মিলবে বিভিন্ন সরকারি আর্থিক পরিষেবাও, রেশন দোকানের ব্যবসা লাভজনক করতে একাধিক উদ্যোগ নিচ্ছে কেন্দ্র, বুধবার রাজ্য সরকারগুলির সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ের পর এ সংক্রান্ত পরিকল্পনার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে
বৈঠকের পর খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয় রেশন দোকানগুলির ব্যবসাকে সচ্ছল করতে সক্রিয় ভূমিকা নিচ্ছে কেন্দ্রীয় সরকার, রেশন দোকানগুলির মাধ্যমে ছোট এলপিজি সিলিন্ডারের পাইকারি বিক্রি করার কথা ভাবা হচ্ছে, সকলের কাছে আরও দ্রুত সরকারের বিভিন্ন আর্থিক পরিষেবা পৌঁছে দিতেও রেশন দোকানগুলিকে কাজে লাগানোর কথা ভাবা হচ্ছে, এ ব্যাপারে মূলধনের জোগানে রেশন দোকানের ডিলারদের যাবতীয় সাহায্য করা হবে
সরকারি এই সুবিধা চালু হলে রেশন ডিলারদের পাশাপাশি উপকৃত হবেন সাধারন মানুষও, এদিনের অনলাইন বৈঠকে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়ামসহ বিভিন্ন তেল বিপণন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, ‘সিএসসি ই-গভর্ন্যান্স’ সংস্থার কর্তারাও হাজির ছিলেন বৈঠকে, সরকারের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন সকলে