ক্যামেরার সামনে এসে কাঁদছেন। এদিকে অন্যদিকে বলছে আমি তো ডন, আমি ওরকম গুন্ডা রাখি, আসল সত্যিটা কি ?
ক্যালকাটা টাইম : সুশান্তের মৃত্যু হয়ে গেলো প্রায় একমাস এর কাছাকাছি, দিনের-পর-দিন সুশান্ত সিং রাজপুত এর ফ্যান থেকে শুরু করে, সাধারণ মানুষ রিয়ার বিরুদ্ধে এনেছে বিভিন্ন অভিযোগ। সুশান্তের বাবা কে কে সিং রিয়ার বিরুদ্ধে এফআইআর করেছে বিহার পুলিশের একটি টিম গেছিল মুম্বাই,
এবার রিয়ার বিরুদ্ধে অভিযোগের তীর আরো জোরালো করল সর্বভারতীয় চ্যানেলের একটি স্ট্রিং অপারেশন সেখানে চ্যানেলের সাংবাদিক এর পরিচয় গোপন করে কথা বলেছেন সুশান্তের ফিটনেস ট্রেইনার সমির আহমেদ এর সাথে। শরীর চর্চা করতেন নায়ক। চেনার এর পাশাপাশি তিনি সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তার বিস্ফোরক দাবি সুশান্ত কি ওষুধ খাবেন সেটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতেন রিয়া।। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রিয়া তার আবেদন জানিয়েছে। সুশান্ত অবসাদের শিকার ছিলেন দীর্ঘদিন ওষুধ খাচ্ছিলেন।কিন্তু সত্যিই কি অবসাদ হলে মৃত্যু ? নাকি রয়েছে অন্য কোন রহস্য ? বারবার প্রশ্ন উঠে আসছে সব মহলে।
সুশান্ত ট্রেনার তিনি বলেন তার শেষ কথা হয়েছিল গত 21 জুন। তার আগে সমীরের মা মারা গিয়েছিল সেই জন্য নায়ক তাকে ফোন করেছিল। ফোনে কথা বলার সময় নায়ক সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন দাবি করেন সমীর।কিন্তু এত ভাল একটি ছেলে এত স্বাভাবিক একটি ছেলে যার কোন কিছুর অভাব নেই সে কি করে নিজেকে দু’সপ্তাহের মধ্যে শেষ করে দিতে পারে ? তার মৃত্যু মেনে নিতে পারছে না অনেকেই। এখন দেখার রহস্যভেদ কবে হয় ।