23 অগ্রহায়ণ ইংরেজি 9 ডিসেম্বর বুধবারের রাশিফল| জ্যোতিষশাস্ত্রের শ্রী আনন্দ মহারাজ টিপস
মেষ রাশি : দায়িত্ব বৃদ্ধি পাবে এই রাশির জাতক বা জাতিকা দের|অর্থাৎ কোন কাজে বড় দায়িত্ব এরা পেতে চলেছে|
বৃষ রাশি: এই রাশির জাতক বা জাতিকা দের সৎ সঙ্গে এদের ভালো কাজ পাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ সৎসঙ্গ পাবে|
মিথুন রাশি : এই রাশির জাতক বা জাতিকা দের রক্তে শর্করা বৃদ্ধি পাবে অর্থাৎ খাওয়া-দাওয়া নিয়ে সতর্ক থাকবে হবে|
কর্কট রাশি : রাশির জাতক বা জাতিকা কোন কাজে আতঙ্কিত হতে পারে অর্থাৎ এদেরকে কেউ ভয় দেখাতে পারে ভয় না পেয়ে কাজে এগিয়ে যাওয়া ভালো |
সিংহ রাশি : এই রাশির জাতক-জাতিকারা কোন কাজে পুলিশের সাথে ঝামেলা হতে পারে অর্থাৎ পুলিশ সাথে ঝামেলায় জড়িয়ে পড়বে খুব সাবধান|
কন্যা রাশি : এই রাশির জাতক বা জাতিকা কারো থেকে সহযোগিতা লাভ করবে|
তুলা রাশি : এই রাশির জাতক বা জাতিকা দের সন্তান নিয়ে উদ্বেগ সৃষ্টি হবে অর্থাৎ সন্তান নিয়ে চিন্তা থাকবে|
বৃশ্চিক রাশি : এই রাশির জাতক-জাতিকাদের সর্প ভয় অর্থাৎ দেখেশুনে পথ চলতে হবে বাগানে বন-জঙ্গলে না যায় ভালো|
ধনু রাশি : এই রাশির জাতক-জাতিকারা কোন কাজে বিপর্যয় আসতে পারে অর্থাৎ কোনো কাজ এদের সম্পূর্ণভাবে করতে পারবে না এইজন্যে বদনাম হবে|
মকর রাশি : এই রাশির জাতক বা জাতিকা মনে কষ্ট পাবে অর্থাৎ মনে শান্তি পাবে না কেউ এদেরকে মনে কষ্ট দেবে তা নিয়ে সারাদিন ভাববে|
কুম্ভ রাশি : এই রাশির জাতক বা জাতিকা অধিক পরিশ্রম হবে অর্থাৎ কাজ করতে করতেই দিন কোথা দিয়ে যাবে এরা বুঝতে পারবে না|
মীন রাশি : কোন বিষয়ে দায়িত্ব বৃদ্ধি পাবে অর্থাৎ এই জাতক বা জাতিকাদের কোন বিশেষ কাজের দায়িত্ব দিতে পারে যেমন বিবাহ এমন কোন কাজ|
নবমী থাকবে দিবা 11:30 পর্যন্ত। উত্তর ফাল্গুনী নক্ষত্র থাকবে রাত্রি দশটা 26 পর্যন্ত। সূর্যোদয় দিবা 6:11 এবং সূর্য অস্ত বিকাল চারটে 49 পর্যন্ত। নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন।