পৌষ মাসের 3 তারিখ। ডিসেম্বরের 19 তারিখ শনিবারের রাশিফল। জ্যোতিষ শাস্ত্রে শ্রী আনন্দ
মেষ রাশি : কর্মে দায়িত্ব বাড়বে এই রাশির জাতক বা জাতিকাদের অর্থাৎ এই রাশির জাতক-জাতিকাদের কর্মে ওদের বাড়তি কাজ বাড়বে|
বৃষ রাশি : এই রাশির জাতক-জাতিকাদের সহকর্মীদের সাথে বিরোধের সৃষ্টি হবে|অর্থাৎ তাদেরকে ভুল বুঝে তাদের সাথে শত্রুতা বৃদ্ধি পাবে.
মিথুন রাশি : এই রাশির জাতক-জাতিকাদের পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ হবে|অর্থাৎ তারা যেসব বন্ধুর কথা ভাবতেই পারিনি তাদের সাথে দেখা হবে|
কর্কট রাশি : এই রাশির জাতক-জাতিকাদের ভোগ-বিলাসের দিকে মন যাবে অর্থাৎ এই রাশির জাতক-জাতিকাদের আজকের দিনে খুব আনন্দ মধ্যে দিন কাটবে|
সিংহ রাশি : এই রাশির জাতক-জাতিকাদের দাম্পত্য কোলাহল বৃদ্ধি পাবে আজকের দিনে অর্থাৎ প্রতি এবং পত্নীর তুলা রাশিমধ্যে ঝামেলাতাই খুব সাবধান|
কন্যা রাশি : এই রাশির জাতক-জাতিকাদের ভোগবিলাস দিকে মন বেশি যাবে অর্থাৎ খুব আনন্দে কাটবে আজকের দিন|
তুলা রাশি : কোন কাজে সম্মান লাভ করবে এই রাশির জাতক বা জাতিকা অর্থাৎ কাজে সাফল্য পাবে আজকের দিনে|
বৃশ্চিক রাশি : এই রাশির জাতক-জাতিকাদের কর্মে সমস্যা বৃদ্ধি হবে এবং এই সমস্যার বৃদ্ধির জন্য মানসিক টেনশন হবে|
ধনু রাশি : এই রাশির জাতক-জাতিকাদের সন্তানদের নিয়ে সমস্যায় হবে অর্থাৎ সন্তান নিয়ে চিন্তিত থাকবে|
মকর রাশি : এই রাশির জাতক বা জাতিকা দেশ ভ্রমণের আনন্দ লাভ করবে অর্থাৎ অনেক জায়গায় ভ্রমণ হবে|
কুম্ভ রাশি : এই রাশির জাতক-জাতিকাদের কোন গোপন কথা ফাঁস করে দেবে কেউ অর্থাৎ খুব সাবধানে কথা বলবেন|
মীন রাশি : এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক সমস্যার সৃষ্টি হবে অর্থাৎ কোন কাজে অর্থ যোগান কম পাবে|
পঞ্চমী থাকবে সন্ধ্যা 5 টা 15 পর্যন্ত|সূর্যোদয় সকাল ছয়টা 18 সূর্য অস্ত বিকেল চারটে ৫১ পর্যন্ত|নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই মায়ের কাছে কাম্য|আজকের দিনে একটি টিপস বলছি সেটি হল আজকে এই মন্ত্রটি পাঠ করবেন নমো মনসা মাতা নমো নমো এই মন্ত্রটি 108 বার পাঠ করবেন দেখবেন দিনটি খুবই ভালো যাবে পবিত্র হয়ে পাঠ করবেন|