নমস্কার শুরু করছি পৌষ মাসের 23 তারিখ এবং ইংরেজী জানুয়ারির 8 তারিখ শুক্রবার এর রাশিফল।

মেষ রাশি : রাশির জাতক বা জাতিকাদের কোন পুরনো ঋণ শোধ অর্থাৎ যারা কারো থেকে অর্থ নিয়েছেন অনেকদিন ধরে দিতে পারছেন না তাদের আজকের দিন শুভ অর্থাৎ তারা ঋণ শোধ করতে পারবে আজকের দিনে|

বৃষ রাশি : এই রাশির জাতক-জাতিকারা কোন জায়গায় ধর্মীয় স্থানে তীর্থ ভ্রমণ করতে যেতে পারবে এবং মনে শান্তি আসবে তাই আজকের দিন খুবই শুভ||

মিথুন রাশি : এই রাশির জাতক বা জাতিকাদের আজকের দিনে একটু কম কথা বলা বা বন্ধু প্রতিবেশী এদের সাথে যাতে দরকার ছাড়া কথা না বলাই ভালো না হলে কিন্তু ঝগড়া ঝামেলা বিবাদের সৃষ্টি হবে|

কর্কট রাশি :  রাশির জাতক-জাতিকারাও কোনো প্রশিক্ষণ বা কোন শিক্ষা গ্রহণ করলে আজকে সাফল্য লাভ করবে এবং কাজে উন্নতি লাভ করবে|

সিংহ রাশি : এই রাশির জাতক জাতিকাদের কোন জায়গায় চাচ্ছেন বা কোন ভালো কাজে আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন সেখানে কিন্তু আপনার বিঘ্ন হবার সম্ভাবনা আছে অর্থাৎ বিভ্রান্তিতে পড়ে যাবেন তাই আজকের দিনে খুব সাবধানে বাড়ি থেকে বেরোবেন|এ

কন্যা রাশি : জাতক-জাতিকারাও মনের বাসনা পুণ্য করতে পারবে এবং যেকোনো কাজেই তারা সাফল্য লাভ করবে আজকের দিনে অর্থাৎ আজকের দিন তাদের পক্ষে সবদিক দিয়ে মঙ্গলময়|

তুলা রাশি : এই রাশির জাতক-জাতিকাদের চিকিৎসা ক্ষেত্রে অর্থ ব্যয় হতে পারে অর্থাৎ যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন তাদের পক্ষে আজকের দিন শুভ যাবেনা আপনারা একটু সাবধানে থাকবেন অর্থাৎ খাবার-দাবার নিয়ে একটু সাবধানে থাকবেন|

বৃশ্চিক রাশি : রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে বিভ্রান্ত অর্থাৎ এইসব জাতক বা জাতিকা সরকারি চাকরি বেসরকারি চাকরি করেন তাদের পক্ষে একটু সাবধানে চলা ভালো কারো সাথে বেশি কথা বলা দরকার নেই|

ধনু রাশি : রাশির জাতক-জাতিকারা সন্তান নিয়ে একটু সমস্যা থাকবেন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে|তাদের আজকের দিন মোটেই শুভ যাবে না তাই একটু সাবধানে খাবার-দাবার খাওয়ানো ভালো||

মকর রাশি=এই রাশির জাতক-জাতিকাদের যারা ক্রীড়াবিদ অর্থাৎ খেলার সাথে যুক্ত আছেন তাদের আজকের দিন খুব শুভ যাবে অর্থাৎ তারা কি কোন কাজে সাফল্য পাবে|

কুম্ভ রাশি :  জাতক-জাতিকারা আজকের দিন মোটেই ভালো যাবে না কেউ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং তাদের ক্ষতি করবে তাই আজকের দিন যেন খুব সাবধানে থাকে এবং মনের কথা কাউকে যেন ভুলে না বলে মনের কথা মনে যেন থাকে|

মীন রাশি  : রাশির জাতক-জাতিকাদের আজকের দিন মোটেই ভালো যাবে না তারা পদে পদে মুখের কাছে অপমান হবেন এবং সে ভালো কাজ করলো লোক কাছে নাম পাবে না |তাকে বদনাম শুনতে হবে আজকের দিন তাই আজকের দিনে ঘরে থাকাই ভালো||দশমী থাকবে রাত্রি আটটা পর্যন্ত|সূর্যোদয় সকাল 6 টা 25 এবং সূর্যাস্ত সন্ধ্যা 5 টা 4|নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই মায়ের কাছে কাম্য করি|প্রতিদিনের মত আজকেও একটি টোটকা বলছি সব রাশির জাতক বা সাথী হারা এই মন্ত্রটি 108 বার পাঠ করেন দেখবেন দিনটি খুবই ভালো যাবে মন্ত্র টি হল|নামো লক্ষীদেবী নামো|এই মন্ত্রটি পাঠ করলে দিনটি দেখবেন শুভ যাবে সমস্যায় কম পড়বেন|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here