Calcutta time  :  এবার ‘নাম বদল’ নজরদারিতে রাজ্যে আসছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। সূত্রের খবর, কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের এক বিশেষ পর্যবেক্ষক দল আগামী সোমবার রাজ্যে আসছে। ২ই জুলাই পর্যন্ত টানা ছয় দিন রাজ্যের বিভিন্ন জেলায় নজরদারি চালাবে এই দল। কি কি পর্যবেক্ষণ করবে মনিটরিং টিমের সদস্যরা?

উল্লেখ্য, বঙ্গ বিজেপির নেতারা বারবারই অভিযোগ করে থাকেন যে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত বাড়ির নাম পরিবর্তন করে রাজ্য সরকার বাংলা আবাস যোজনা করে। কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দে বাড়ি তৈরি হলেও প্রধানমন্ত্রী কথাটি উল্লেখই করে না রাজ্য সরকার। এ ব্যাপারে দীর্ঘদিন ধরেই সরব  রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বাংলার গেরুয়া শিবিরের নেতারা এই মর্মে কেন্দ্রের কাছে একাধিকবার নালিশও করেছে। অবশেষে বঙ্গ সফরে তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

তাই এবার একেবারে দিল্লি থেকে বাংলায় আসছে বিশেষ পর্যবেক্ষক দল। নিয়ম অনুযায়ী, বাড়ি  তৈরীর পর সেই বাড়ির গায়ে কোন প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে তার উল্লেখ থাকার কথা। কিন্তু বিজেপির অভিযোগ, লেখা থাকে তবে বাংলা আবাস যোজনার নামে।

এছাড়াও বিজেপি নেতাদের বক্তব্য, কেন্দ্রীর পর্যবেক্ষক দলের কাছে অনুরোধ জানাবো, তারা যখন তদন্তে যাবেন, তখন যেন নিজেরাই ঠিক করে নেন যে কোন কোন বাড়িগুলো পরিদর্শন করবেন, কারণ রাজ্য প্রশাসনের আধিকারিকরা হয়তো আগে থেকে রাতারাতি প্রধানমন্ত্রীর নাম যুক্ত করা বাড়িগুলিতে বেছে বেছে কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের নিয়ে যাবেন। যাতে কেন্দ্রীয় দল কিছু টের পায়’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here