Calcutta time : রবি ও সোমবার বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের নাম হয়েছে “অশনি”, নাম দিয়েছে শ্রীলঙ্কা। ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে।

দক্ষিণ আন্দামানে এটি নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা। গতকাল এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এখান থেকে উত্তর দিকে অগ্রসর হবে এই সিস্টেমটি। সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিনত হবে। ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর দিকে প্রাথমিকভাবে এগোবে।
এর সরাসরি প্রভাব পড়বে দক্ষিণ-পূর্ব বাংলাদেশের জেলাগুলিতেও।  এ রাজ্যে এর প্রভাব না পড়লেও  প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে। এর ফলে কিছুটা আবহাওয়ার পরিবর্তন হতে পারে

উল্লেখ্য, পার্বত্য এলাকা ছাড়া বৃষ্টি নেই এরাজ্যে। আগামী চার-পাঁচ দিন একই রকম থাকবে আবহাওয়া। শুষ্ক ও গরম বসন্তের পরিবেশ। কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুধু দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা।

এছাড়াও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। জেলাগুলিতে সামান্য বাড়বে তাপমাত্রা। আগামী চার-পাঁচ দিনে দিনের বেলার গরম বাড়বে। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে না।
দক্ষিণ ভারতের দু-একটি রাজ্যে বিশেষ করে কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা,  তামিলনাডু, পন্ডিচেরি, করাইকাল এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here