Calcutta time : ইতিমধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘাসশিবিরে ফেরার জল্পনা শুরু হয়ে গিয়েছে। আর তার পর থেকেই দলের সদস্যদের একের পর এক আক্রমণ শুরু হয়ে গেছে। এবার কটাক্ষ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সাংসদ বলেন, “ভোটের আগে বলেছিলাম, ওকে তিরিশ হাজার ভোটে হারাব। তিন বছর ঘুমোতে দেব না। ভোটের ফলাফল বের হওয়ার এক মাস পরেই কী হয়েছে দেখুন। ঘুম চলে গিয়েছে। চরকির মতো ঘুরে বেড়াচ্ছ। নাম না করে এভাবেই রাজীবকে নিশানা করেন কল্যাণ।”
গতকাল কুণাল ঘোষের সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এ নিয়েও কল্যাণ জানান, “ওটা যদি সৌজন্য সাক্ষাৎ হবে তাহলে সংবাদমাধ্যম ওখানে গেল কী করে। কুণাল ও রাজীবই কি শুধু বুদ্ধিমান! আর আমরা কি গরু-ছাগল! রাজীব তৃণমূলে ফিরলে দলের কর্মী-সমর্থকরা কি মেনে নেবে? সেটা আগে জনা দরকার।”