Calcutta time : এবার থেকে যৌনপেশা নিয়ে নির্দেশিকা দিল সুপ্রিম কোর্ট। সব পেশার মতই যৌনকর্মীদেরও পেশা রয়েছে। এই বিষয়টা মাথায় রেখে স্বেচ্ছায় আসা কর্মীদের কাজে পুলিশি হস্তক্ষেপ বা মামলা দায়ের প্রবণতায় লাগাম দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ শীর্ষ আদালত।

বিচারপতি এল নাগেশর রাওয়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ নিয়ে মোট ছয়টি নির্দেশিকা জারি করেছে। এদিন বেঞ্চ জানিয়েছে, “যৌনকর্মীরা আইনের চোখে সমান সুরক্ষার অধিকারী। এক যৌনকর্মী প্রাপ্তবয়স্ক এবং সম্মতি সাপেক্ষে যৌনতা বিক্রি করছেন। তখন পুলিশকে অকারণে হস্তক্ষেপ করা যাবে না। কোনো ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা যাবে না। সংবিধানেই ২১ নম্বর অনুচ্ছেদে দেশের প্রত্যেক নাগরিকের জীবনযাপনের অধিকার সুনিশ্চিত করেছে”।

এছাড়াও আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, যৌনপল্লীতে পুলিশি অভিযানের সময় কর্মীদের গ্রেফতার, হেনস্থা করা যাবে না। কারণ যৌনকর্ম বেআইনি নয়। শুধুমাত্র যৌনপল্লী চালানো বেআইনি কাজ।

মা যৌনপেশায় আছেন, শুধুমাত্র সেই যুক্তিতে সন্তানকে তার মায়ের কাছ থেকে সরিয়ে নেওয়া যাবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের এই সুপারিশগুলিতে কেন্দ্রের মতামতও জানতে চেয়েছে। ২৭শে জুলাই পরবর্তী শুনানি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here