Calcutta time  :  এখন কুড়ি বছর হলেই মহিলাদের হার্টের নানারকম সমস্যা দেখা দেয়। তাতে বাসা বাঁধছে হয়তো অনেক রোগ। তবে যা প্রথম পর্যায়ে বুঝতেও পারছেন না কেউই। এদিকে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে তরুণদেরও। তবে হার্ট অ্যাটাক মানেই কি শুরু থেকে বুকে ব্যথা হবে। তেমনটা নাও হতে পারে।

সূত্রের খবর, যাঁরা ডায়াবটিক, বিশেষত মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণগুলি অন্যভাবে আসতে পারে। খুব বেশ বুকে যন্ত্রণা না হলেও অন্য কিছু লক্ষণ দেখা যায়।

লক্ষণগুলো হলো –

হালকা থেকে বেশি শ্বাসকষ্ট হতে পারে।

যখন মনে হয়, শরীরে অক্সিজেনের ঘাটতি হচ্ছে । একটু অক্সিজেন নেওয়া দরকার।

প্রচণ্ড ঘাম হওয়া।

হঠাৎ মাথা ঘুরে যেতে পারে।

রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাথা ঘুরে পড়ে যাওয়া।

হালকা ফেন্টিং অ্যাটাক হওয়া।

অনিয়মিত হার্ট বিট। হঠাৎ বুক ধড়ফড়ানি হওয়া। এই কোনও উপসর্গগুলিকেই কিন্তু এড়িয়ে গেলে হবে না। প্রতিটিই হতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণ। বুকে ব্যথা হৃদরোগের উপসর্গ, কিন্তু শরীরের অন্য জায়গায় ব্যথাও কিন্তু হার্ট অ্যাটাকের উপসর্গ হতে পারে। যেমন –

মাড়িতে যন্ত্রণা

পিঠে হঠাৎ করে যন্ত্রণা

পাকস্থলীর ঠিক উপর দিকে ব্যথা, অনেকে গ্যাস-অম্বলের সঙ্গে এই ব্যথাটি গুলিয়ে ফেলেনন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here