ক্যালকাটা টাইম : ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তর অস্বাভাবিক মৃত্যু। গতকাল গভীর রাতে ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে উদ্ধার মৃতদেহ। পরিবারের দাবি, বুধবার রাতে খাওয়ার সময় তাঁর সঙ্গে শেষবার দেখা হয় বাড়ির সদস্যদের। কাল সকাল থেকে দেখা মেলেনি শর্বরী দত্তর। তিনি কাজে বেরিয়েছেন বলে ধরে নেন পরিবারের সদস্যরা।

শর্বরী দত্তর ছেলে অমলিন দত্তর দাবি, রাতেও তাঁর মা না ফেরায়, উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এরপর রাত সাড়ে ১১টা নাগাদ শৌচাগার থেকে উদ্ধার হয় শর্বরী দত্তর মৃতদেহ। পরে কড়েয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে যান লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হল শর্বরী দত্তর, খতিয়ে দেখছে পুলিশ।