বিনীতা দাস : বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য তশকন্ত ফাইলস’ নিয়ে আলোচনা হয়েছিল মুক্তির পর-পরই। এখন আলোচনা হচ্ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ছবিটি। একটি দল ক্রমাগত গলা তুলতে শুরু করেছেন এই ছবি মুক্তি পেতে না পেতেই বলিউড ফের বিভক্ত হয়ে গিয়েছে। এবার তাই নিয়ে কটাক্ষ করেছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখে রেগে আগুন হয়েছেন তিনি
সাদা শাড়ি এবং হীরের গয়না পরে ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখতে গিয়েছিল নায়িকা। বেরিয়ে এসে তিনি বলেন, “দারুণ ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। অস্কারে যাওয়ার মতো ছবি। বলিউড মাফিয়াদের গুলামি করতে ব্যস্ত থাকে। একে অপরের প্রশংসা করে। ‘দ্য কাশ্মীর ফাইলস’ সবাইকে এক্সপোজ় করে দিয়েছে। সব ভারতীয়র ছবি দেখা উচিত। ইতিহাসের কালো সত্যিকে তুলে ধরেছে এই ছবি। আমার মনে হয় ছবিটিকে ট্যাক্স ফ্রি করা উচিত।”
এছাড়াও কঙ্কনা উল্লেখ করেছে ছবি দেখতে দেখতে হাত কেঁপেছে তাঁর। এখানে ভালো ছবির প্রমোশন কদর হয় না। ‘দ্য কপিল শর্মা’ শোতেও প্রোমোশন হয় না। প্রচার হয় মিথ্য ছবির। বলিউডকে যাঁরা বলি’দাউদ’ বানিয়েছেন, তাঁদেরও পাপ ধুয়ে গিয়েছে। এই ছবির কারণে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি গোটা বিশ্বে সম্মান পাবে। ফের বলছি অস্কারে যাওয়ার মতো ছবি তৈরি করা হয়েছে। ইহুদিদের হলোকস্ট করে মারা হয়েছিল, আমরা সেই ইতিহাস জেনেছি। কাশ্মীরে হিন্দুদের গণহত্যা করা হয়েছিল। কেউই সে সবের কথা বলে না। এবার গোটা বিশ্ব জানবে হিন্দুরাও সংখ্যালঘু। আমার হাত কাঁপছে দেখুন।”




