বিনীতা দাস : পুরভোটে প্রতিটা জেলায় জেলায় ছক্কা দিয়েছে তৃণমূল, চারিদিকে শুধুই সবুজ ঝড়। বিধানসভা নির্বাচনের আসন সংখ্যাটা ধরে রাখতে পারলো না বিজেপি। যদিও নির্বাচনের আগে বেশ বড়সড়ই ফাটল ধরেছে গেরুয়া শিবিরে। জয়প্রকাশ মজুমদার সহ বিভিন্ন বর্ষীয়ান নেতারা রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছেন। যদিও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাংগঠনিক ক্ষমতা নিয়েও প্রশ্ন ওঠে। এই পরিস্থিতিতে নির্বাচনের পর অভিনেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের টুইটকে ঘিরে জল্পনা তৈরি হয়। এই সাংসদের এক শব্দের টুইট বিজেপির অন্দরে চর্চা তৈরি করেছে।
নির্বাচনের ফলাফল প্রকাশের পর অভিনেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় টুইট করে লেখেন, ‘ইন্ট্রোস্পেকশন’। এটি একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হল “আত্মবিশ্লেষণ”। আর এই একটি মাত্র শব্দের টুইট নাড়িয়ে দিয়েছে গোটা বঙ্গ গেরুয়া মহলকে। যদিও এই পরিপ্রেক্ষিতেই কারোর নাম না করেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘সবকিছুরই বিশ্লেষণ হবে যথা কে কেমন কাজ করলেন সেটাও খতিয়ে দেখা দরকার।’
বেশ কিছুদিন আগেই বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। শান্তনু ঠাকুরও এখন বিদ্রোহী নেতাদের মধ্যে একজন। ওদিকে, বঙ্গ বিজেপির এই ফলাফলে হয়তো অত্যন্ত খুশি হয়েছেন জয়প্রকাশ মজুমদার এবং তিনি বলেন, ‘ফোর্থ ডিভিশন খেলার দল নিয়ে মেসির দলের সঙ্গে লড়াই করলে যা ফল হয় তাই হয়েছে। কোচেদের ভূমিকাও তাই প্রশ্নের মুখে’