বিনীতা দাস : দল বদল করেননি, বিজেপিতেই রয়েছে মুকুল রায়, এমনটাই জানিয়েছে বিধানসভা। শুক্রবার বিকেলেই মুকুলের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা গিয়েছে কুণাল ঘোষকে, মুকুল রায়ের গ্রেফতারের দাবি তুলেছেন তিনি। শণিবার বিকেলে মুকুলকে ‘সেয়ানা পাগল’ বলে তীব্র আক্রমণ শানান কুনাল। মুকুলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে কুনাল বলেন, ” মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়কে চূড়ান্ত কুৎসা করেছেন মুকুল রায়| ও একটি সেয়ানা পাগল”।

উল্লেখ্য, এর আগেও টুইট বাণে বিদ্ধ করেছিলেন বিতর্কিত নেতাকে। এর আগে সারদা ও নারদা মামলায় নাম জড়িয়েছিল মুকুল রায়ের। সেই সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁকে ডেকেও পাঠিয়েছিল। তার পরই বিজেপিতে নাম লেখান মুকুল। এই ঘটনার তদন্তের জন্য মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি বসে জিঞ্জাসাবাদের জন্যও তিনি তৈরি, সেই কথাও জানান কুনাল ঘোষ।

বিধানসভায় মুকুল মামলার এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই একের পর এক আক্রমণ কুণাল ঘোষের। যদিও তাঁর এই মন্তব্য, দলগত মন্তব্য নাকি ব্যক্তিগত মন্তব্য, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে একাধিকবার মুকুল রায়কে এমন কিছু কথা বলতে শোনা গিয়েছে, যা আপাতভাবে বেশ অসংলগ্ন বলেই মনে হয়। এমনকী মুকুলের ছেলে শুভ্রাংশু রায়ও জানিয়েছিলেন, তাঁর বাবা শারীরিকভাবে অসুস্থ থাকার দরুন এই ধরনের কথা বলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here