Calcutta time : আজ সকালে কসবার KMC-র অফিসে ভ্যাকসিন নিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। এদিন মিমির পাশাপাশি তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী এবং দুঃস্থদেরও ভ্যাকসিন দেওয়া হয়। প্রবীণদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়া শুরু করার কথাও জানান মিমি।
নুসরত প্রসঙ্গে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান মিমি। সাংবাদিককে বলেন “আজ অন্য বিষয় নিয়ে কথা বলছি, অন্য সময় এই বিষয়ে আলোচনা করা যাবে”। প্রিয় বোনুয়ার প্রতি হঠাৎ মিমির এই আচরণে অবাক সকলে। তাঁরা দুজন অভিন্ন হৃদয় বন্ধু। বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন দুজনের মধ্যে এখন দূরত্ব বেড়েছে। যশের সঙ্গে সম্পর্কের পর থেকে নুসরতের চারপাশে দেখা যাচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তীকে। সেই গুঞ্জনেই কি শিলমোহর দিলেন মিমি?
নুসরতের ব্যক্তিগত জীবন শিরোনামে উঠে আসায় তিনি এও জানান, “একজন নায়িকার জীবন কখনও ব্যক্তিগত হয় না, সবসময়ই তাঁরা থাকেন লাইমলাইটে।”




