Calcutta time : আবারও মা হলেন নেহা ধুপিয়া, রবিবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নেহা, আর এই সুখবর নেট দুনিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন স্বামী অঙ্গদ বেদী।

এদিন নেহার সঙ্গে ছবি পোস্ট করেছেন অঙ্গদ। সেখানে টিনেজ লিখেছেন ”পুত্র সন্তান হয়েছে, ঈশ্বরের আশীর্বাদে আমাদের জীবনে আজ পুত্র সন্তান এসেছে। নেহা এবং শিশু সন্তান দুজনেই ভালো আছেন, সুস্থ আছেন। মেহের এবার নিজের বেবি পরিচয় তার ভাইকে দেওয়ার জন্য প্রস্তুত”

এছাড়াও স্ত্রীর উদ্দেশ্যে ইশ্বরকে ধন্যবাদ জানিয়ে অঙ্গদ লিখলেন, ” তুমি যে একজন যোদ্ধা তা এই যাত্রার মাধ্যমে আরও একবার প্রমাণিত। এটি এখন আমাদের চারজনের জন্য স্মরণীয় করে রাখা যাক”

প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে রিয়ালিটি শো রোডিজের বিচারকের দায়িত্ব পালন করছেন নেহা, সঙ্গে বেশকিছু TV- শোয়ের সঞ্চালনা করছেন তিনি। তাঁর হাতে রয়েছে OTT প্ল্যাটফর্মের কিছু কাজ, আর অঙ্গদ বেদীকে সম্প্রতি হিনা খানের সঙ্গে মিউজিক ভিডিয়োতে দেখা গেছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here