হ্যাঁ মা-বাবাকে আলাদা করার চাপ দিলেই স্ত্রীকে ডিভোর্স দেওয়া যাবে ।যদিও এই বিষয়ে আগে থেকে নতুন নিয়ম লাঘু হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল,ঠিকই, এবার বিয়ের পর স্ত্রী যদি স্বামীকে বাবা-মাকে ছেড়ে দেবার জন্য চাপ দেন বা বাবা মারা থেকে দূরে থাকার জন্য চাপ দেন সে,স্বামী ডিভোর্স দিতে পারেন ।বিবাহবিচ্ছেদের মামলার ভিত্তিতে এমনই মন্তব্য করল হাইকোর্ট কিরন হাইকোর্টে একটি বিবাহ বিচ্ছেদের মামলার শুনানি করতে গিয়ে, কেরল হাইকোর্টের তরফে জানানো হয়েছিল বিয়ের পর বাবা-মাকে ছাড়তে বলাটা স্বামীর উপর মানসিক নির্যাতন তাই দণ্ডনীয় অপরাধ এটি কোনোভাবেই এটি বরখাস্ত হবে না।।
বাবা মাকে ছেড়ে থাকতে বললেই স্ত্রীকে ডিভোর্স দিতে পারবেন সামী রা, এবং আদালতে তরফের আরো জানানো হয় কোন পরিবারে এমন নেই যেখানে সদস্যের মধ্যে ঝামেলা হয় না কিন্তু বড়রা ছোটদের বকাবকি করলে সেটি সাধারণ বিষয় বাড়ির বউকে ঘরের কাজ করতে বলাটা অস্বাভাবিক কিছু নয় কি।অসহায় বাবা মা, দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিভোর্স দিতে পারবেন স্ত্রীকে।
Follow us on Instagram YouTube Twitter Facebook and .
For advertisement call 912 335 9407