Calcutta time : এবার আরো কড়াকড়ি করা হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষায়। মাধ্যমিক পরীক্ষার মতোই এবার প্রশ্নপত্র ফাঁস রুখতে আগাম সব ব্যবস্থা করা হচ্ছে HS পরীক্ষায়। 

সূত্রের খবর, প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার উচ্চমাধ্যমিকের প্রশ্নে একেবারে নির্দিষ্ট নম্বর ব্যবহার করা হবে। একটা নম্বরের সঙ্গে অপর প্রশ্নপত্রের সেই ইউনিক নম্বরের কোনও মিল থাকবে না।

উল্লেখ্য নয়া নির্দেশিকায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পাওয়ার পর দেখবেন তাতে একটা ইউনিক নম্বর লেখা রয়েছে। সেই নম্বরের সঙ্গে অপর পরীক্ষার্থীর প্রশ্নপত্রের সঙ্গে যুক্ত নম্বরের কোনও মিল নেই। এরপর পরীক্ষার্থীরা যখন উত্তরপত্রে তাঁর নাম লিখবেন তখন প্রশ্নপত্রে থাকা সেই নিজস্ব নম্বরটিও সেখানে লিখতে হবে। এরপর পরীক্ষক পরীক্ষা চলাকালীন সেই পরীক্ষার্থীর সঙ্গে থাকা নম্বরটা পরীক্ষা করে দেখবেন তিনি সেটা ঠিকঠাক করে লিখেছেন কি না। সেখানে যদি কোনও ভুলভাল করা থাকে তবে পরীক্ষার্থীকে ফের সেটি লিখতে হবে।

এছাড়াও, ওই নির্দিষ্ট নম্বরটি দেখলেই বোঝা যাবে সেটা কোন উত্তরপত্রের সঙ্গে যুক্ত। সেক্ষেত্রে কে প্রশ্নপত্রটি ফাঁস করেছে তার সম্পর্কে একটা ধারণা করা সম্ভব হবে। সেকারণেই প্রশ্নপত্রের সঙ্গে উত্তরপত্রের ইউনিক নম্বরের মিল করা হয়েছে। মানে যে পরীক্ষার্থীর কাছে এই নির্দিষ্ট নম্বরের প্রশ্নপত্র ছিল সেই পরীক্ষার্থীর উত্তরপত্র হল এটি। এটা বোঝা যাবে।

সেক্ষেত্রে কেউ যদি প্রশ্নপত্রের ছবি তুলে ভাইরাল করার চেষ্টা করেন তবে উত্তরপত্র দেখলে বোঝা যাবে কোন নম্বরের পরীক্ষার্থী এটা করেছেন। তবে সবটা কতদূর নিখুঁত হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here