এবার মাত্র 10 মিনিটে হাতে পেয়ে যাবেন করোনা রিপোর্ট। ইতিমধ্যে নতুন কিট পাঠিয়েছে আইসিএমআর পরশু অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হবে করার নমুনা পরীক্ষা।

ক্যালকাটা টাইম : এবার কলকাতায় শুরু হচ্ছে অ্যান্টিজেনের রেকর্ড টেস্ট করার নমুনা পরীক্ষা এবার হবে আরও সহজ ।রাজ্যে ফের শুরু হচ্ছে টেস্ট। নতুন কিট পাঠিয়েছে আইসিএমআর তা দিয়েই বৃহস্পতিবার থেকে শুরু হবে করার নমুনা পরীক্ষা। যেসব এলাকায়় করোনা সংক্রমণণ বেশি সেই জায়গা গুলি থেকেই শুু রু হবে পরীক্ষাা করা। এই কিট গুলি দেখতে একেবারেে প্রেগনেন্সি কিট এর মতই। কিডনিতে দুটো দাগ মানেই রোগী করোনা পজিটিভ ।এটি জানানো হয়েছে।

এর আগে বেলগাছিয়া তে rapid test শুরু হয়েছিল। আবারো নতুন করে শুরু হচ্ছে রাপিড টেস্ট।জানানো হচ্ছে বহু রোগের করো না আক্রান্ত হচ্ছে কিন্তু সেটি দেহের মধ্যেই সেরে যাচ্ছে। যাদের শরীরের ইমিউনিটি পাওয়ার ভালো তাদের শরীরে ক রোণা আক্রান্তেরপর তিন থেকে চার দিনের মধ্যে সেরে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here