মাতৃদুগ্ধ থেকে সদ্যোজাত শিশুর হয় না করোনা। মার্কিন গবেষকদের দাবি, স্বস্তিতে সন্তানসম্ভবা রা
অনেকেরই প্রশ্ন আছে মনে সদ্যোজাত শিশুর কি মায়ের থেকে করোনা হতে পারে ? বা মাতৃদুগ্ধ মধ্য দিয়ে প্রবেশ করতে পারে সদ্যোজাত শরিরে।এই সম্ভাবনার কথা একেবারেই উড়িয়ে দিচ্ছেন মার্কিন গবেষকরা তারা একশো কুড়ি জনের মধ্যে গবেষন করেছিল। তাদের গবেষণার দাবি একেবারেই হয় না।
মাতৃগর্ভ চারিদিক থেকে সুরক্ষিত থাকে। শিশু কিন্তু অন্তঃসত্ত্বা যদি করোনা হয় তাহলে কি সদ্যজাত এর মধ্যেও করো না চলে আসবে বা ছড়াতে পারে ? মার্কিন গবেষকদের দাবি অন্তঃসত্ত্বা থেকে সদ্যজাত এর মধ্যে করো না ছড়ানোর সংখ্যা একেবারেই নেই বা নেই বললেই চলে. মায়ের গর্ভে শিশুর কোন ভয় নেই।নিউ ইয়র্কে একশো কুড়ি জন সদ্যজাত এর করোনা পরীক্ষা করা হয়, 10 জন সদ্যজাত এর মায়ের গভীর ছিল জন্মের এক সপ্তাহের মধ্যে শিশুদের পরীক্ষা করা হয় তাদের রিপোর্ট নেগেটিভ আসে। দুই সপ্তাহ পরে ফের তাতেও সদ্যোজাত শিশুদের কোভিড পরীক্ষা করা হয় রিপোর্ট নেগেটিভ আসে। দু সপ্তাহ পরেও মায়ের থেকে সদ্যোজাতের সংক্রমণ ছড়ায়নি।
অথচ সেই পরীক্ষা কালীন করোনা আক্রান্ত মায়েদের সাথে একই ঘরে থেকেছে সদ্যজাত রা।সদ্যোজাত শিশুরা আক্রান্ত মায়ের দুধ পান করেছে ।শিশুদের স্পর্শ করেছেন তবুও মায়েদের থেকে শিশুদের কোনো সংক্রমণ ছড়ায়নি।সংক্রমিত মা নিয়মবিধি মানলেই সদ্যোজাত আর কোন ভয় নেই ।আক্রান্ত অন্তঃসত্ত্বা যদি সমস্ত নিয়মবিধি মানেন তাহলে আর করো না ছড়ানোর কোন ভয় নেই ।
এবার মার্কিন গবেষকদের দাবি স্বস্তি দিল অন্তঃসত্ত্বা দের




