Calcutta time : মাছের কাঁটা গলায় আটকে গেলে তা নিয়ে চিন্তা করেন অনেকে। তবে সেই কাঁটা খুব সহজেই গলা থেকে নামানো যায়। জেনে নিন, এর সহজ পদ্ধতি। গলায় কাঁটা আটকে গেলে তা নিয়ে অস্বস্তি চরম হয়। সেই কাঁটা গলা থেকে নামানোর জন্য অনেকে অনেক কিছু করেন। কেউ ঢক ঢক করে জল খান। কেউ বা শুকনো মুড়ি খান
দেখে নিন, গলা থেকে কাঁটা নামানোর সহজ উপায়গুলি কী কী –
১) গলায় কাঁটা আটকালে শুধু জল খাবেন না। হালকা গরম জলের সঙ্গে অল্প নুন মিশিয়ে পান করুন। কাঁটা নরম হয়ে তাড়াতাড়ি নেমে যাবে।
২) গলায় কাঁটা আটকালে অনেকেই ভাত খেয়ে নামাতে চান। তা না করে, ভাতের ছোট ছোট বল বানিয়ে নিন। তারপর জল দিয়ে গিলে ফেলুন। চিবিয়ে খেলে কাঁটা নামবে না। জল দিয়ে গিলে ফেলাই সেরা উপায়।
৩) গলার কাঁটা নামানোর আরও একটি সহজ উপায় হল কলা খাওয়া। কলা খেলে কাঁটা খুব সহজে নেমে যায়।
৪) মাছের কাঁটা গলিয়ে দিতে পারে লেবু। লেবুতে নুন মাখিয়ে চুষে চুষে সেই রস খেয়ে ফেলুন। কাঁটা নরম হয়ে নেমে যাবে।
৫) জলের সঙ্গে সামান্য ভিনিগার মিশিয়ে খান। তাতেও লেবু জল খাওয়ার মতো কাজ হতে পারে। কাঁটা গলে নেমে যেতে পারে।
৬) গলার কাঁটা নামানোর আর একটি সহজ রাস্তা হল কিছুটা অলিভ অয়েল খাওয়া। কিছুটা কাঁচা অলিভ অয়েল নিন। তাতে কাঁটা নেমে যাবে।
৭) গলায় কাঁটা নামানোর আর এক সহজ পদ্ধতি হচ্ছে কোকাকোলা খাওয়া। এক গ্লাস কোকাোলা জাতীয় পানীয় খান। তাহলেই নেমে যাবে কাঁটা।