Calcutta time : কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের  সঙ্গে জেলার বহু তৃণমূল নেতার মনোমালিন্যের কথা, এর জেরে বারবার অস্বস্তিতে পড়েছে শাসকদল, প্রকাশ্যে এসেছে গোষ্ঠীকোন্দল, তারপরই ময়দানে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ অর্থাৎ বৃহস্পতিবার কৃষ্ণনগরের প্রশাসনিক সভা থেকে মহুয়া মৈত্রকে কড়া বার্তা দিলেন তিনি, সামেনই একাধিক পুরসভায় নির্বাচন, সেই নির্বাচনকে মাথায় রেখেই এদিন প্রশাসনিক সভা থেকে দলীয় নেতৃত্বকে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো, কোনো অন্তর্ঘাত শীর্ষ নেতৃত্ব যে বরদাস্ত করবে না তা সাফ বুঝিয়ে দিলেন তিনি, বুধবার নদিয়ার প্রশাসনিক বৈঠকের একদম অন্তিম লগ্নে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, তিনি বলেন “মহুয়া এখানে একটা স্পষ্ট মেসেজ দিতে চাই, কে কার পক্ষে-বিপক্ষে দেখার দরকার নেই, সাজিয়ে-গুছিয়ে লোক পাঠিয়ে ইউটিউবে বা ডিজিট্যালে দিয়ে দিলাম! এই রাজনীতি একদিন চলতে পারে চিরদিন নয় যখন নির্বাচন হবে, তখন দল ঠিক করবে কে প্রতিদ্বন্দ্বিতা করবে, কে নয় সুতরাং এখানে কোন মতপার্থক্য রাখা উচিৎ নয়”

বারবারই নদিয়া জেলায় তৃণমূলের একাধিক গোষ্ঠী থাকার অভিযোগ উঠেছে, সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদিয়া উত্তর জেলা তৃণমূলের সভাপতি জয়ন্ত সাহা, তৃণমূল নেতা নরেশ সাহার সঙ্গে মনোমালিন্যের, এই প্রভাব যাতে  নির্বাচনে না পড়ে সেজন্যই প্রশাসনিক বৈঠক থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, সতর্ক করলেন মহুয়া মৈত্রকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here