মহালয়ার সকালের বন্ধ মায়ের দর্শন।       ক্যালকাটা টাইম : টানা 72 দিন বন্ধ থাকার পর করোনা লকডাউন এরপর ১০ জুন আনুষ্ঠানিকভাবে খুলেছিল দক্ষিণেশ্বরের মন্দির। তারপর 13 তারিখে দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছিল। কিন্তু এবছর মহালয়ার দিন সকালবেলা পুরোপুরি ভাবে বন্ধ থাকবে দক্ষিণেশ্বরের মন্দির। বিকেল তিনটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকবে মন্দির।

মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 18 সেপ্টেম্বর আগে পর্যন্ত দর্শন এর সময়সূচী তে রয়েছে বলে দিন সকাল 7 টা থেকে সকাল দশটা ও বিকেল 3:30 থেকে সন্ধ্যা ছয়ট পর্যন্ত মন্দির খুলে রাখা হচ্ছিল।কিন্তু আঠারোই সেপ্টম্বর এরপর থেকে প্রতিদিন সকাল সাড়ে ছটা থেকে সাড়ে বারোটা এবং বিকেল 3:30 থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মন্দির খোলা থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here