মমতা ব্যানার্জি কি পলিটিক্স জানেনা , মমতা ব্যানার্জি কি অপরাধী , নিজের মুখেই কি স্বীকার করতে চাইলেন

0
517

মমতা ব্যানার্জি নিজের মুখে স্বীকার করলেন তিনি জেলে যেতে পারেন 

মমতাব্যানার্জি নিজের মুখেই স্বীকার করতে চাইলেন মমতা ব্যানার্জি জেলে যেতে পারেন বিজেপি আসলে তাহলে প্রশ্ন এখন অনেক তিনি কি অনেক অন্যায় করেছেন তিনি কি কোন বেআইনি কাজ করেছেন নাকি কোন কাজ করতে যাচ্ছেন যার জন্য তাকে জেলের ঘানি টানতে , হবে নাকি সে সত্যিই অপরাধী

কোন বিরোধী ছাড়াই জিতবো আমি 

মমতা ব্যানার্জি অবাস্তব কথা বলে আবারো নিজে সোশ্যাল দুনিয়ায় নিজের নাম ভাইরাল করলেন , সিপিআইএম ও কংগ্রেস ও বিজেপি কেউ থাকবে না পশ্চিমবঙ্গে শুধু থাকবে তৃণমূল আমি একাই ভোটে জিতবে মমতা ব্যানার্জি এই দাবি করলেন , কিন্তু যদি বিরোধী পক্ষ না থাকে তাহলে সুষ্ঠ গণতন্ত্র বলা যায় না তাহলে কি মমতা ব্যানার্জি পলিটিক্স জানেন না , মমতা ব্যানার্জির এই অবাস্তব উক্তি নিয়ে চিন্তিত পুরো রাজনৈতিক মহল , যদি বিরোধী না থাকে তাহলে সেই রাজনৈতিক দলের বৈশিষ্ট্য আরকি থাকলো যদি না থাকে তাহলে আর কোন তন্ত্র থাকলো কোথায় তাহলে কি তৃণমূল একাই রাজত্ব করতে চায় , এর পেছনে মমতা ব্যানার্জি তথা মুখ্যমন্ত্রীর কি দাবি এখনও বোঝা সম্ভব হয়ে ওঠেনি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এটি খুব ভয়ানক প্রস্তাব এর ফলে গণতন্ত্র নষ্ট হতে পারে হয়তো পলিটিক্স এর সম্বন্ধে ধারণা নেই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

যারা দল ছেড়ে চলে যাচ্ছেন বা যারা দল ছেড়ে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন তাদের জন্য মমতা ব্যানার্জি দাবি রাখলেন কোন চান্সই নেই বিজেপি আসার চান্স দেবেই না মমতা ব্যানার্জি

আজ দিলীপ ঘোষ মিটিং করতে গেলে সেখানে প্রচন্ড গন্ডগোল হয় এবং অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে তাহলে কি বাংলা য় আবার আগুন জ্বালাবে এই রাজনৈতিক এর কিছু বক্তব্যের উপর ভিত্তি করে , তাহলে কি আবার বাংলায় চলবে সেই আগুন 2021 এ কি সাধারণ মানুষ টা বাজবে বাঁচতে দেবেন এই রাজনৈতিক দলের বিশিষ্ট নেতা রা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here