calcutta time – রাস্তায় অনেকের মুখেই এখন শোনা যাচ্ছে বাংলায় নাকি আসবে বিজেপি , তাহলে কি মমতা ব্যানার্জি বাংলায় আসবে না ?

বক্তব্যটিসেটি নয় আজ মমতা বন্দোপাধ্যায়ের মিটিং এ মমতা বন্দ্যোপাধ্যায় কিছু স্লোগান দিয়েছিলেন স্লোগান দিতে দিতে হঠাৎই তার মনে পড়ে মহতমা গান্ধীর কথা তার পরেই তার মনে পরে আরও বাঙালি কবি এছাড়াও যারা দেশ স্বাধীনের জন্য প্রাণ ত্যাগ করেছেন অথবা শহীদ হয়েছেন তাদের কথা কিন্তু বর্তমান যুবকদের প্রশ্ন একটাই ” নেতাজি সুভাষচন্দ্র বোস ” কি বাঙ্গালী ছিলেন না ?

হ্যাঁ নেতাজি সুভাষচন্দ্র বোস নামটা শুনতে বাঙালিরা নিজেদের গর্বিত মনে করে কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস এমন এক লোক ছিলেন যিনি দেশ স্বাধীনের জন্য সমস্ত কিছু ত্যাগ করেছিলেন , নেতাজি সুভাষচন্দ্র বোস এর সম্বন্ধে আলাদা করে কিছু বলার নেই কারণ আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্বন্ধে সবাই ছোটবেলায় পড়েছি , আজ মমতা ব্যানার্জি তথা বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী হঠাৎই মিটিংয়ে মুখ ফসকে সমস্ত বাঙালি দের নাম উচ্চারণ করেন এবং বলেন সবার শেষে ” এ ছাড়াও অনেকে” কিন্তু বাংলার গর্ব তো নেতাজি সুভাষচন্দ্র বোস, মমতা ব্যানার্জি মুখে তাহলে কি এই নামটি শোনা যাবেনা বর্তমানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here