কোয়েল বিশ্বাস : তৃণমূল এবং আইপ্যাকের মধ্যে সম্পর্কে ফাটল না ধরলেও একটা চিড় যে ধরা পড়েছে তা বোঝাই যাচ্ছে। কিছুদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করছে না আইপ্যাক। এই বিচ্ছেদ খবর ছড়িয়ে পড়তেই তৃনমূল- আইপ্যাক দূরত্বের নতুন জল্পনাকে উস্কে দেয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে ফলো করছে ভোট কুশলী সংস্থা। তৃনমূল এবং আইপ্যাকের মধ্যে সম্পর্ক ঘিরে কিছু দিন ধরে এক জল্পনা তুমুল জল্পনা তৈরি হয়েছে। শহরের রাজনীতিতে এমনটাই শোনা যাচ্ছে এমনটাও কানাঘুষা শোনা যাচ্ছে। পিকের সংস্থার সঙ্গে তৃনমূলের সম্পর্ক প্রায় বিচ্ছেদের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। পরে এই বির্তকে ধামাচাপা দিতে মমতাকে ফলো ব্র্যাক করতে শুরু করে আইপ্যাক।
এইরকম পরিস্থিতিতে আইপ্যাকের তরফে এ ধরনের একটি পদক্ষেপ মমতাকে ফলো না করা অথচ তাঁর সেকেন্ড-ইন- কমান্ড অভিষককে ফলো করা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনীতির কারবারিদের মধ্যে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি তাহলে তৃনমূলের সাথে সম্পর্ক শেষ হতে চলেছে ?
যদিও ভোট কুশলী সংস্থা আইপ্যাকের তরফে এই নিয়ে কিছু জাননো হয়নি। সূত্রের খবর, এতদিন ধরে আইপ্যাক মে গতি নিয়ে তৃনমূলের বিভিন্ন কাজ মে গতি নিয়ে করে আসছিল, বিগত কয়েকদিনে সেই গতি কিন্তু দেখা যাচ্ছে না। আর এই সবের মধ্যেই টুইটার হ্যান্ডেল এ আইপ্যাকের তৃনমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষককে ফলো করা হলেও , মমতাকে সেই তালিকায় না রাখায় রাজনৈতিক মহলে এ নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা সৃষ্টি হয়েছে।
তবে এই বিতর্ক উঠে আসার পড়েই আবারো মমতা টুইটারে ফলো করা শুরু করেছে। শুক্রবার সকালেও আইপ্যাকের তরফে থেকে ৭৬ জনকে ফলো করা হয়েছিল, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৭৭। বিতর্ক সৃষ্টি হতেই কি আবারো নতুন করে ফলো করা মমতাকে টুইটারে? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। কিন্তু আইপ্যাকের সুত্রের খবর , তারা এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কে তারা ফলো করছেন না , তাই আনফলো করার বিষয়টিও আসছে না। এই নিয়ে অবশ্য রাজনৈতিক মহলে মত যে সমস্ত বিষয় ধামাচাপা দেওয়ার জন্যই এই ধরনের সিদ্ধান্ত।