Calcutta time -ইতিমধ্যেই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মনিশ শুক্লার ইতিমধ্যেই মৃত্যু হয় , টিটাগর থানার কাছে বিজেপি নেতাকে গুলি , বিজেপি পার্টি অফিসে ঢোকার সামনেই গুলিবিদ্ধ হয় মনিশ শুক্লা, চার থেকে পাঁচ রাউন্ড দুষ্কৃতীরা গুলি চালায় , ভর্তি বাইপাসের ধারে বেসরকারি হসপিটালে , বিটি রোড অবরোধ করা হয় , ব্যারাকপুরের অজয় ঠাকুর কে ঘিরে বিক্ষোভ বিজেপি নেতাদের , টিটাগর থানার সামনে বিক্ষোভ বিজেপি নেতাদের , বিজেপি নেতাদের দাবি পুলিশের কাছে ফুটেজ চাইতে গেলে পুলিশ তাদেরকে আটকে দেয়, বিজেপি নেতাদের দাবি পুলিশ সমস্ত ফুটেজ মিটিয়ে দিতে পারে ,
অর্জুন সিং দাবি করেছেন করেছেন তৃণমূলের দুষ্কৃতীরা পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ বলেছেন অর্জুন সিং যা বলছেন এগুলো তৃণমূলকে বদনাম করা কথা
অর্জুন সিং বললেন তিনি কলকাতায় একটি মিটিং করতে গেছিলেন তিনি এসে শুনেন মনির শুক্লার পাঁচটা গুলি লেগেছে
স্থানীয়দের প্রশ্ন থানার সামনে এক ব্যক্তিকে কি করে ছয়টা গুলি মেরে দুষ্কৃতীরা পালিয়ে যেতে পারে ?