মঙ্গলবার থেকে শুরু রেল পরিষেবা কোন ?কোন স্টেশন থেকে ছাড়বে ট্রেন তাদের গন্তব্য ই বা কি হবে জানুন ……

করোনা মুকাবিলায় মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে দেশজুড়ে চলছে লকডাউন যার জেরে বন্ধ হয়েছে সমস্ত দোকানপাট এবং সমস্ত ট্রেন পরিষেবা হলে বিভিন্ন রাজ্যে আটকে রয়েছে বহু মানুষ কেউ চিকিৎসার জন্য অন্য রাজ্যে আটকে পড়েছে কেউ বা ঘুরতে গিয়ে কেউ বা কাজের সূত্রে এবার সেইসব নাগরিকরা বাড়ি ফিরতে পারবেন। ইতিমধ্যেই ভিন রাজ্য থেকে পরিচয় শ্রমিকদের ফেরত আনতে অবশ্যই শাস্তির ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রর পক্ষ থেকে এবার শুধু তারাই নয় বাড়ি ফিরতে পারবেন সকলেই।

নক্ ডাউন এর মাঝেই বড় ঘোষণা করেছে ভারতীয় রেল মঙ্গলবার থেকে ফের চালু হবে যাত্রীবাহী ট্রেন পরিষেবা অল্পসংখ্যক টেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবে যাত্রীদের।নয়াদিল্লি হাওড়া স্পেশাল ট্রেন ছাড়বে চলবে প্রতিদিন, হাওড়া নয়াদিল্লি স্পেশাল ট্রেন, নয়া দিল্লি ডিব্রুগড় স্পেশাল ট্রেন নয়া দিল্লি জম্বু তাওয়াই নয়াদিল্লি বেঙ্গালুরুু, তিরুবন্তপুরম চেন্নাই সেন্ট্রাাাল নয়াদিল্লি , বিলাসপুর নয়াদিল্লি, রাচি নয়াদিল্লি, মুম্বাই সেন্ট্রাল নয়াদিল্লি ,আমেদাবাদ নয়াদিল্লিলি ,আগরতলা নয়াদিল্লি, ভুবনেশ্বর নয়াদিল্লি, মোরগাও নয়াদিল্লি সেকেন্দ্রাবাদ নয়াদিল্লি এই সমস্ত ট্রেন গুলি ছাড়বে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here