Calcutta time : সোমবার অর্থাৎ ৩ জানুয়ারি থেকে শুরু হবে ১৫-১৮ বছরের নাবালক-নাবালিকাদের টিকাকরণ, বড়দিনেই জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
এই ভ্যাকসিনের জন্য কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে, আর সেই টিকাকরণের জন্য নাম নথিভুক্তকরণ শুরু হচ্ছে ১লা জানুয়ারি থেকে কো-উইন অ্যাপে এই রেজিস্ট্রেশনের জন্য জরুরি নয় আধার কার্ড, আধার কার্ড ছাড়াও টিকার জন্য নাম নথিভুক্ত করা যাবে স্কুল পরিচয়পত্রে
এমনটাই জানিয়েছেন কো-উইন প্রধান ড. আর এস শর্মা, তিনি বলেছেন ‘স্কুলের ID কার্ড বা অন্য কোনও পরিচয় পত্র দিয়েই কো-উইন অ্যাপ টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করা যাবে, জরুরি নয় আধার কার্ড’
উল্লেখ্য, আর এস শর্মা জানিয়েছেন ‘কো-উইন অ্যাপের মধ্যে ছোটদের নাম নথিভুক্ত করার জন্য একটি আলাদা স্লট তৈরি করা হয়েছে, এই স্লটে ঢুকে পড়ুয়ারা নিজেদের স্কুলের পরিচয় পত্রের সাহায্যে নাম নথিভুক্ত করতে পারবে