Calcutta time  :  বর্তমানে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই বদলেছে। আর এরই মধ্যে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি। প্রতিটি জেলার নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও শুভেন্দুর জেলা বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের নেতৃত্বের সঙ্গে আজ অর্থাৎ মঙ্গলবার বৈঠকে বসেছিলেন অভিষেক। দলীয় কর্মীদের বেশ কিছু বার্তাও দেন তিনি।

এবার সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, “পঞ্চায়েত নিয়ে ভাবছি না। রোডম্যাপ তৈরি করা আছে। রোডম্যাপ ধরে সুন্দরভাবে হাঁটছি।” অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন নিয়ে তিনি আত্মবিশ্বাসী বলেই উল্লেখ করেন।

সূত্রের খবর, এদিনের বৈঠকে ওই জেলার নেতাদের অভিষেক বার্তা দিয়েছেন স্বচ্ছ ভাবমূর্তির মানুষজনকে এগিয়ে আসতে হবে। পঞ্চায়েতে যাতে কোনও গা জোয়ারি না হয়, তেমন বার্তাই দিয়েছেন তিনি। তাতে কয়েকটা আসন হারাতেও রাজি অভিষেক। সেই সঙ্গে ২০২৪-এর লোকসভা নির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে তিনি লোকসভা আসনগুলিতে জোর দেওয়ার কথা বলেছেন বলেও সূত্রের খবর।

উল্লেখ্য, এ বিষয়ে শুভেন্দুকে প্রশ্ন করা হলে, তিনি সাফ জানান পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিশেষ চিন্তিত নন তিনি। এ দিন তিনি বারবার বলেন, ‘অপেক্ষা করুন, অনেক কিছু দেখতে পাবেন।’ তাঁর কথায়, ‘৭৫ শতাংশ ডাকাত যেখানে থাকলে দেশের আইন সম্মান পাবে, সেখানেই পাঠানোর ব্যবস্থা হবে।’ কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, নিয়োগ দুর্নীতি, গ্রামোন্নয়নের টাকা চুরির মতো বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here