নিউজ ডেস্ক : আসন্ন পৌরসভার নির্বাচন, পৌরসভা নির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনা চলছে বহু বিজেপি প্রার্থী নমিনেশন তুলে নিয়েছে, হালিশহর 6 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তনু খাস্তগীর কে দেওয়ালে বা রাস্তায় দেখা যাচ্ছে না দাবি তৃণমূল কংগ্রেস
উত্তর 24 পরগনার হালিশহর পৌরসভার আসন্ন পৌরসভা নির্বাচনে 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিঠু দাস এর সাথে লড়াই দিতে পারছে না বিজেপি প্রার্থী তনু খাস্তগীর, এমনটাই কিন্তু তৃণমূলের এবং এলাকাবাসীর দাবি , tmc প্রার্থী দাবি করেছে বিজেপি প্রার্থী যিনি হয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসের বহুবার দলবদল এর খেলা জড়িত, তাই মানুষ তাকে চাইছে না। সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার বিজেপি প্রার্থীর প্রচার করতে একা বের হচ্ছেন এমন দাবি tmc প্রার্থীর, তার পিছনে নেই কেউ ওদিকে তৃণমূল কংগ্রেস প্রচারে বেরোলেন হাজার হাজার মানুষের সমর্থন দেখা মিলছে , সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হালিশহর ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী জানান আমি জিতে গেছি বিজেপি প্রার্থী লড়াইয়ে ময়দান ছেড়ে বহুদিন আগেই চলে গেছে উনার কথা বলে লাভ নেই, উনি রাস্তাতেও নেই দেওয়াও নেই