Calcutta time : আজ অর্থাৎ সোমবার অমিতাভ বচ্চনের জন্মদিন জন্মদিনে নিজের বয়স নিয়ে একটি পোস্টও শেয়ার করেছিলেন তিনি। তারপরই তার ভুল ধরিয়ে দিলেন মেয়ে শ্বেতা নন্দা। এখানেই শেষ নয় সর্ব সমক্ষেই বাবার ‘ভুল’ ধরিয়েও দিলেন তিনি তবে কি ভুল?
ছবি পোস্ট করে অমিতাভ লেখেন “৮০-তে পা দিচ্ছি। ” এর পরেই শ্বেতা লেখেন, ‘৭৯’ অর্থাৎ বাবাকে তিনি বোঝাতে চান, এক বছর বাড়িয়েই বলেছেন তিনি
উল্লেখ্য, হিসেবে দেখা গেছে আজ ৭৯ বছর পূর্ণ করলেন অমিতাব বচ্চন ৮০তে পা দিলেন পোস্টে সেটাই তিনি লিখেছেন। অন্যদিকে শ্বেতার আবার ‘পা দেওয়া’ কনসেপ্ট পছন্দ হয়নি। বাবার বয়স বাড়ুক কোন মেয়েই চায়
আজ সকাল থেকেই বিগ-বি’র জন্য ছড়িয়ে পড়ছে শুভেচ্ছা বার্তা। টুইটারেও ট্রেন্ড করছেন তিনি এই মুহূর্তে কেবিসির কাজ নিয়ে বেজায় ব্যস্ত তিনি। তবে বচ্চন পরিবারের কর্তার জন্মদিন কীভাবে পালিত হয় এখান সেটাই দেখা