পল্লবী ভাওয়াল : বর্তমানের যুগে দাঁড়িয়েও অনেক মহিলারা এখন নারকেল তেল মুখে কিন্তু ব্যাবহার করে থাকেন। কারণ, ত্বকের হাজারো সমস্যার সমাধান করতে পারে এই তেল। কিন্তু ত্বকের খুব সাধারন সমস্যা ব্রণর উপর কি নারকেল তেল ব্যবহার করা যায়? তৈলাক্ত ত্বকে সবচেয়ে বেশি ব্রণ দেখা দেয়।
নারকেল তেল ব্যবহার করা কি ঠিক? আপনার কি মতামত? চলুন জেনে নিন –
সাধারণত নারকেল তেলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো ত্বকের অনেক উপকারিতা আনে। অনেকেই রাতে নাইট ক্রিম হিসেবে নারকেল তেল মাখেন। সারারাত ধরে মুখে নারকেল তেল মাখলে ব্রণর সমস্যা বাড়বে। তবে, নারকেল তেল একদমই যে ব্রণর জন্য উপকারী নয় তা কিন্তু নয়।
উল্লেখ্য, নারকেল তেলের মধ্যে লাউরিক অ্যাসিড রয়েছে যা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে কাজ করে এবং ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়াকে নষ্ট করে। ত্বকের প্রদাহ, লালচে ভাব ও র্যাশের সমস্যা দূর করতে সহায়ক নারকেল তেল। নারকেল তেলের মধ্যে অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান রয়েছে। এতেই ত্বকের সমস্যা কমে।
ব্রণর সমস্যায় নারকেল তেল ব্যবহার করতে না পারলেও একজিমা দূর করতে এই তেল মাখতে পারেন। প্রসঙ্গত, অতিরিক্ত তৈলাক্ত ত্বক হওয়ার কারণে ব্রণ হলে ভুলেও নারকেল তেল মাখবেন না। কিন্তু ব্রণ হওয়ার পিছনে যদি শুষ্ক ত্বক দায়ী থাকে, তাহলে নিয়মিত নারকেল তেল দিয়ে মাখতে পারেন। এই তেল ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। অনেকের মেকআপ করার পর মুখে ব্রণ বেরোয়। এক্ষেত্রে মেকআপ তুলুন নারকেল তেল মেখে।