Calcutta time : মাধ্যমিক পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রীদের মনে হালকা ভয় তো আছেই। তবে বিশেষ উপায়ে মাধ্যমিক সিলেবাস অনুযায়ী পড়াশোনা করলে মাধ্যমিকে ভালো নম্বর পাওয়া খুবই সহজ।
১. নিজের পড়ার একটি রুটিন তৈরি করো : সপ্তাহে ৭ দিন সারাদিনে কোন বিষয়, কখন, কটা থেকে কটা পর্যন্ত পড়বে, সময়, তারিখসহ অবশ্যই একটি ডেইলি স্টাডি রুটিন তৈরি করে রাখো।
২. বারংবার টেক্স বুক রিভিশন : মাধ্যমিকে ভালো ফল করতে হলে প্রথম থেকেই মনোযোগী হতে হবে। প্রতিটি বিষয়ের টেক্সবুক ভালো করে বারংবার পড়তে হবে এবং অনুশীলন করতে হবে।
৩. প্রিভিয়াস ইয়ারস্ মাধ্যমিক কুয়েশ্চন পেপার: বই পড়ার পরে অবশ্যই সেই বিষয় থেকে বিগত বছরগুলোতে কী কী বিষয় এসেছিল সেই বিষয়ে ধারণা থাকতে হবে।
৪. প্রতিটি বিষয়কে বুঝে পড়া :
যেকোনো বিষয় পড়ার সময় অবশ্যই সেটি বুঝে পড়তে হবে একবার পড়েই সমস্ত জিনিস মনে থেকে যাবে। সেই বুৃঝে পড়া জিনিস যদি নিজের মতো করে গুছিয়ে লেখা যায় তবে এতে যিনি খাতা দেখছেন তিনি খুশি হন কারণ প্রায়ই ছেলে-মেয়েরা সহায়িকা বইয়ের সাহায্য নিয়ে থাকে।
৫. টেস্ট পেপার অনুশীলন :
বই পড়ার পর যতটা সম্ভব টেস্ট পেপার অনুশীলন করা। ভালো ফল আনতে হলে এটি প্রাক্টিস করা আবশ্যিক।
৬. মোবাইল থেকে দূরত্ব তৈরি করা :
অনেক ছাত্র-ছাত্রী মোবাইল গেমে আসক্তির জন্য পড়াশোনায় মনোযোগী হতে পারে না। তাই সবার আগে মোবাইল থেকে যত দূরত্ব বজয় রাখা যায় ততই ভালো।
৭. মাঠে গিয়ে খেলাধূলা করা :
মাধ্যমিক পরীক্ষা মানে এটা নয় যে সারাদিন পড়াশোনা করতে হবে মনকে খুশি করতে বা ভালো রাখতে অবশ্যই দিনের একটি নির্দিষ্ট সময় খেলাধূলার জন্য বেঁধে রাখতে হবে। সেটি রুটিনেও লেখা থাকবে।
সবশেষে একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বিষয় বুঝে পড়া আবশ্যিক। নম্বর কম আসলেও বিভিন্ন বিষয়ে জানা থাকলে উচ্চমাধ্যমিকের সময় কোনোরকম অসুবিধা হবে না।