কোয়েল বিশ্বাস : দেশের সেবা করা গর্বের বিষয়। এবার সেই সু্যোগই করে দিচ্ছে সেনাবাহিনী। অবিবাহিত পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন। এছাড়া সেনাবাহিনীতে কর্মরত থাকাকালীন কোনও জাওয়ান বা আধিকারিকের যদি মৃত্যু হয়, তবে তাঁর বিধবা স্ত্রীও আবেদন করতে পারবে।

ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে একাধিক শূন্য পদ। তাতেই চলছে নিয়োগ প্রকিয়া। প্রায় ২০০টি পদে নিয়োগ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা আগামী ৬এপ্রিল অবধি আবেদন করতে পারবেন। শট সার্ভিস কমিশনের মাধ্যমে একাধিক পদে নিয়োগ করা হবে। আবেদন করার জন্য সেনাবাহিনীর সরকারি ওয়েবসাইট – এ আবেদন করতে পারবেন।

কীভাবে আবেদন করবেন?

গুগলে গিয়ে ভারতীয় সেনার ওয়েবসাইটে যাবেন, তারপর ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর নিজের নাম ও অন্যান্য তথ্য রেজিস্টার হয়ে গেলে উল্লেখিত তথ্যগুলি পূরন করতে হবে। কোন পদের জন্য আবেদন  করছেন, তা উল্লেখ করে ওই ওয়েবসাইটেই ফর্ম সাবমিট করতে হবে। পরের স্তরে লিখিত ও অন্যান্য পরীক্ষার তথ্য সরাসরি আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন?

সেনাবাহিনীর তরফে যে শর্তগুলি রয়েছে, তা পূরন করলেই অবিবাহিত পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবে। এছাড়া সেনাবাহিনীতে কর্মরত থাকাকালীন কোনো জাওয়ান বা আধিকারিকের যদি মৃত্যু হয়, তবে তাঁর বিধবা স্ত্রীও আবেদন করতে পারবেন।

ইঞ্জিনিয়ারিং স্নাতকেরা আবেদন করতে পারেন এই পদে।

কোন পদে কত নিয়োগ –

এসএসসি টেক (পুরুষ) ৫৯তম কোর্স- ১৭৫টি পদ

এসএসসি টেক (মহিলা) ৩০তম কোর্স-১৪টি পদ

বিধবাদের নিয়োগ-২টি পদ

আবেদন গৃহিত হলে পরীক্ষা দিতে হবে। তারপর অফিসার পদে নির্বাচিত যোগ্য প্রার্থীদের এই বছরের আগামী অক্টোবর মাস থেকেই প্রশিক্ষন শুরু হবে। এই প্রশিক্ষন  তামিলনাড়ুতে হবে। পদগুলির অবিবাহিত পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন। মোট ১৯১টি শূন্যপদ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here