আজব মন্তব্য করে বসলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি তিনি বলছেন ভগবান রাম তিনি ভারতীয় নন তিনি নেপালি

দেশের নতুন মানচিত্র নিয়ে ভারতের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য এর আগেও করেছেন এখনও করছেন এবার ভগবান গ্রামকে নিয়ে পড়লেন কেপি শর্মা অলি নেপালের প্রধানমন্ত্রীর দাবি আসল অযোধ্যা ভারতে নয় সেটি আছে নেপালে ভারতীয় ইন অনি নেপালি নেপালের সংবাদমাধ্যমে এই মন্তব্য করেছেন কেপি শর্মা এমনটাই খবর দিয়েছে এ এন আই।

সংবিধান সংশোধন করে উত্তরাখণ্ডের তিনটি এলাকায় সম্প্রতি দেশের ম্যাপে স্থান দিয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী নেপালের ওই পদক্ষেপকে একেবারেই মেনে নেওয়া হয়নি ভারতের পক্ষ থেকে শুধু তাই নয় গত সপ্তাহে দূরদর্শন ছাড়া ভারতের সব বেসরকারি খবরের চ্যানেলে সম্প্রচার নেপালের নিষিদ্ধ করে দিয়েছেন কেপি ওলি।এতকিছু টানা হয়েছে আক্রোশ অস্তিত্ব নেই নেপালের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই চীন নেপালের কিছুটা অংশ দখল করে নিয়ে বসে আছে এতে ক্ষোভ বাড়ছে অলির বিরুদ্ধে পাশাপাশি ভারত সঙ্গে সম্পর্ক খারাপ করায় তার পদত্যাগের দাবি উঠেছে দলের মধ্যে থেকেই।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here