নমস্কার শুরু করছি নতুন বছর 2021 এর রাশিফল। এবছর পুষ্যা নক্ষত্র থেকে থেকে2021 শুরু হচ্ছে অর্থাৎ কর্কটরাশি থেকে এবং যেহেতু 2021 অর্থাৎ 5 সংখ্য অর্থাৎ বুধ গ্রহের প্রভাব এবছর কার্যকরী হবে যে রাশির গ্রহ অধিপতি বুধ সেই রাশি এই বছর সফলতা লাভ করবে।

পৌষ মাসের 15 তারিখ এবং ইংরেজি মাসের আজকেই শেষ দিন 31 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল থেকে ইংরেজি মাসের নতুন বছর পড়ছে তাই আজকের রাশিফল টা খুবই গুরুত্ব আছে তাহলে শুরু করি।

মেষ রাশি=এই রাশির জাতক বা জাতিকা দের গৃহ সংস্কার সঙ্গে যুক্ত কোন কাজে তাদের সংযুক্ত থাকতে হবে অর্থাৎ আজকের দিনে তারা নিজেদের গৃহ সংস্কার করবে বা গৃহ নির্মাণের কাজ এর সাথে যুক্ত হবে|

বৃষ রাশি=এই রাশির জাতক বা জাতি কারা কোন বড় ক্ষতির আশঙ্কা আজকের দিনে থাকবে তাই আর্থিক দিক দিয়ে ক্ষতির সম্ভাবনা আছে |এবং সম্পত্তি হারাতে পারেন আজকের দিনে তাই আজকের দিন খুব সাবধানে চলবেন|

মিথুন রাশি=এই রাশির জাতক বা জাতিকাদের আলসারের সমস্যা হতে পারে অর্থাৎ যেসব জাতক জাতিকাদের পেটের সমস্যা আছে তাদের পক্ষে আজকের দিন খুব সাবধানে চলতে হবে|

কর্কট রাশি=এই রাশির জাতক বা জাতিকা অর্থের জন্য কারো কাছে ধার করবে অর্থাৎ কোন কাজে করতে গেলে ঋণে হতে পারে এবং তাই জন্য বুঝে শুনে ধার নিতে হবে|

সিংহ রাশি=এই রাশির জাতক বা জাতিকা কোন নতুন কাজ বা চাকরির সুযোগ আসতে পারে আজকের দিনে তাই তাদের পক্ষে আজকের দিন খুব শুভ|

কন্যা রাশি=এই রাশির জাতক-জাতিকাদের গুপ্ত শত্রু আক্রমণ করতে পারে তাই খুব সাবধানে আজকের দিনটি চলতে হবে না হলে কিন্তু শত্রুরা আপনাকে বড় বিপদে ফেলে দেবে|

তুলা রাশি=এই রাশির জাতক বা জাতিকা যদি নিজের কোন কাজ সাথে যুক্ত থাকে তাহলে আজকের দিনে খুব ই লাভ করবে অর্থাৎ স্বনিযুক্ত কাজের সাথে যারা যুক্ত তারা আজকের দিনে কিছু লাভ করবে অর্থ|

বৃশ্চিক রাশি=এই রাশির জাতক-জাতিকাদের আজকের দিন খুব সাবধানে চলতে হবে অর্থাৎ জন্তু-জানোয়ার তাদেরকে কামড়াতে পারে অর্থাৎ কুকুর বিড়াল এদের থেকে আজকের দিনে খুব সাবধানে থাকতে হবে|

ধনু রাশি=আজকের দিনে এই রাশির জাতক বা জাতিকা অসৎ পথে ইনকাম করবে অর্থাৎ যারা সৎ পথে ইনকাম করেন তাদের থেকে অসৎ পথে যারা ইনকাম করে তাদের পক্ষে আজকের দিন শুভ |

মকর রাশি=এই রাশির জাতক বা জাতি কারা চাকরিতে কোন সমস্যা সৃষ্টি হবে অর্থাৎ চাকরিতে বাধা সৃষ্টি হবে এবং চাকরি হারাতে পারে আজকের দিনে|

কুম্ভরাশি=এই রাশির জাতক-জাতিকারা চক্ষুরোগ এ কষ্ট পেতে পারেন আজকের দিনে তাই আজকের দিনে কোথাও বেরোনোর আগে যাতে চোখে ধুলো বালি না ঢোকে সেইজন্যে ব্যবস্থা করতে হবে|

মীন রাশি=এই রাশির জাতক জাতিকাদের সবদিক দিয়ে কর্মে সাফল্য আসবে অর্থে সাফল্য আসবে এবং তাদের দিনটি আজকে খুবই ভালো কাটবে|বৃহস্পতিবার এর প্রতিপদ সকাল পাঁচটা পর্যন্ত|এবং সূর্যোদয় সকাল ছটা 24 এবং সূর্যাস্ত 4:49 সন্ধ্যে|নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই মায়ের কাছে কাম্য করি আপনার জন্য|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here