কোয়েল বিশ্বাস : তৃনমূলের নতুন রাজ্য কমিটি ঘোষনা করা হবে আগামি মঙ্গলবার। ওই দিনই রাজ্যের পৌরসভা গুলির চেয়ারম্যানের নাম চূড়ান্ত করা হবে। সূত্রের খবর, দক্ষিন কলকাতার নজরুল মঞ্চে দলের রাজ্য কমিটির বৈঠক ডাকা হয়েছে। ইতিমধ্যে চারটি পৌরসভাতে নির্দল প্রার্থীদের সঙ্গে তৃনমুলের কথাবার্তা ঠিক হয়ে গেছে। সেদিন ওই বৈঠক উপস্থিত থাকবেন তৃনমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় ও দলের সর্বোভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। দলের টিকিট না পেয়ে যারা নির্দল হিসাবে দাড়িয়েছেন তাদের আর দলে ফিরিয়ে আনা হবে না বলেই জানা গেছে।

তৃনমুল সুত্রের খবর, এবারের রাজ্য কমিটিতে অনেক নতুন মুখ আনা হতে পারে, তাদের লোকসভা ভোটের আগেই কাজে লাগানো হবে। দুবছর  বাদে লোকসভা ভোট। এছাড়াও তৃনমূলের রাজ্য নেতৃত্বের তরফ থেকে কিছু গাইডলাইন তৈরি করা হয়েছে, সেখানে বলা হয়েছে কর্মদক্ষতা এবং ভাবমুর্তি দেখেই চ্যেয়ারম্যান নির্বাচন করা হবে।

দলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, “মাত্র চারটি পৌরসভায় নির্দলদের সমর্থন প্রয়োজন। দলের রাজ্য নেতৃত্বদের সঙ্গে কথা বলে সিন্ধান্ত নেওয়া হবে।”

প্রতিটি পৌরসভার জন্য রাজ্য নেতৃত্ব জেলার সভাপতির কাছ থেকে তিনটি করে নাম চেয়েছেন।  তৃনমূলের প্রধান নেতৃত্বরা সেই তিনটি নামের মধ্যে যোগ্য ব্যক্তিকে বাছাই করে নেবেন। সেই অনুমোদনের পরেই জেলা কমিটির কাছে সেই নাম পাঠিয়ে দেওয়া হবে।

উত্তরবঙ্গের নেতাদের দিয়ে দফায় দফায় বৈঠক করেছেন সুব্রত বক্সি এবং মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, জলপাইগুড়ির ৩টি, আলিপুরদুয়ারের ২টি এবং কোচবিহারের ৬টি পৌরসভার চেয়ারম্যান নিয়ে বিশেষ ভাবে চিন্তিত হয়ে দলের শীর্ষ নেতৃত্বরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here