Calcutta time : আগের বারের মতো এবারেও পুজোতে মণ্ডপে মন্ডপে ‘নো এন্ট্রি’ রাখা হবে। এই সিদ্ধান্ত শুক্রবার অর্থাৎ আজকে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট, করোনার সংক্রমণে পুজো মণ্ডপগুলিতে যাতে কোনও ভাবেই স্বাস্থ্যবিধি অমান্য না করা হয়, সেই দাবিতেই আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, গত বারের মতো এবারও মণ্ডপে কেউ প্রবেশ করতে পারবেন না। রাজ্যও আদালতের সেই নির্দেশকে শিরোধার্য করেছে
দুর্গাপুজোর পাশাপাশি কালীপুজোর মণ্ডপগুলিতেও এই বিধি নিষেধ বলবৎ থাকবে, করোনার মাত্রা বেড়ে যাওয়ার ফলে কলকাতা হাইকোর্টে পুজো নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেখানে বলা হয় দুর্গোৎসবে হাজার হাজার মানুষের ঢল নামে পুজো মণ্ডপগুলিতে। যা এই মুহূর্তে মানুষের জন্য অত্যন্ত বিপদজনক। তাই পুজো কমিটিগুলি ভিড় নিয়ন্ত্রণ করুক এবং করোনা বিধি মেনে পুজো হোক, এই আবেদন নিয়েই মামলাটি হয়। তবে শুধু দুর্গাপুজো নয়, কালীপুজোতেও একইরকম ভিড় নজরে আসে পুজো মণ্ডপগুলিতে। তাই আদালতের নির্দেশ, গত বছরের মতো এবারের পুজোতেও মণ্ডপে কারও প্রবেশ চলবে না
দেখা যায় গোটা পুজোতেই মণ্ডপগুলিতে তুলনামূলক ভিড় অনেক কম। বিশেষ করে কলকাতার বড় পুজো মণ্ডপগুলিই চিন্তার কারণ থাকে, তাই এবারও জনস্বার্থ মামলা দায়ের করে জনৈক ব্য়ক্তি জানান, গতবারের বিধিই বলবৎ থাকুক এবছর
একাধিক পুজো কমিটিগুলি সবরকম স্বাস্থ্যবিধি মাথায় রেখেই তাদের মণ্ডপ তৈরি করছে। তবে, এই মামলার গত শুনানিতেই আদালত রাজ্যের কাছে জানতে চেয়েছিল, এ বিষয়ে তারা কী ভাবছে। শুক্রবার রাজ্যের তরফে এডভোকেট জেনারেল আদালতে জানান, মণ্ডপে নো এন্ট্রি রাখার নির্দেশ দিলে রাজ্য তাতে আপত্তি করবে না