Calcutta time : এবার এই পরিস্থিতিতে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইনস্টিটিউট বেসড প্রবেশিকা পরীক্ষা নেবে না। তাই নিজেদের উদ্যোগে ৩ টি শহরে পরীক্ষা নেবে যাদবপুর বশ্ববিদ্যালয়। সেগুলি হলো কলকাতা, শিলিগুড়ি ও দুর্গাপুরে পরীক্ষা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েেছে, ও এম আর শিটে পরীক্ষা হবে। চারটি অপশন থাকবে, তার মধ্যে একটি পূরণ করতে হবে। মোট ৫০ টি প্রশ্ন থাকবে। প্রতি প্রশ্নের মার্ক ২ মোট ১০০ নম্বরের পরীক্ষা।১/৪ নেগেটিভ মার্কিং থাকবে। সূত্রের খবর, মূলত সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যই ৩ শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের যাতে বেশি দূরে না আসতে হয় সেটিও কারণ।
এ নিয়ে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “সান্ধ্যকালীন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রবেশিকা পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এতদিন কনডাক্ট করত। এ বছর থেকে ওরা সিদ্ধান্ত নিয়েছে ইন্সস্টিটিউট স্পেশিফিক যে পরীক্ষাগুলো আছে, সেগুলো ওরা কনডাক্ট করবে না। সেই অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি তিনটে শহরে পরীক্ষা নেওয়ার। কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি। এর মূল কারণ যাতে ছাত্রছাত্রীদের বেশি ট্র্যাভেল না করতে হয়।”
প্রসঙ্গত উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ই প্রথম এই পথে হাঁটার সিদ্ধান্ত নিল। ইন্সস্টিটিউট বেসড পরীক্ষা নিজ দায়িত্বে নেওয়ার সিদ্ধান্ত নিল।




